হোম /খবর /কলকাতা /
ধনদেবীর পুজোয় জিএসটি কোপ, দাম বেড়েছে পুজোসামগ্রীরও

ধনদেবীর পুজোয় জিএসটি কোপ, দাম বেড়েছে পুজোসামগ্রীরও

জিএসটির প্রকোপ এবার ধনদেবীর পুজোতেও। প্রতিমা তৈরির খরচ বেড়েছে।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: জিএসটির প্রকোপ এবার ধনদেবীর পুজোতেও। প্রতিমা তৈরির খরচ বেড়েছে। তবে সেই অনুপাতে বাড়েনি প্রতিমার দাম। তাই ব‍্যাপক সমস‍্যায় ঘাটালের কুমারটুলির মৃৎশিল্পীরা।

    পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কুমারটুলি। প্রতি বছর ছোট ছোট লক্ষ্মীপ্রতিমা বিক্রি করেই লক্ষ্মীলাভ করেন এখানকার মৃৎশিল্পীরা। তবে জিএসটির কারণে এবার লক্ষ্মীপুজোয় কিছুটা বিপাকেই রয়েছেন তাঁরা। বাঁশ, কাপড়, রং, তুলি-- জিএসটির কারণে বিভিন্ন উপকরণের দাম বেড়েছে বলেই দাবি বিক্রেতাদের। কিন্তু সেই অনুপাতে বাড়েনি মূর্তির দাম। অন‍্যান‍্য বছরের তুলনায় মূর্তি বেচে এবার লাভ তাই অনেক কম।

    শুধুই কী মূর্তি! পুজোসামগ্রী, ভোগ সামগ্রীর বাজারও চড়া। লক্ষ্মীপুজোর লম্বা ফর্দে কাটছাঁট করতে বাধ‍্য হচ্ছেন ক্রেতারা।

    প্রতি কেজি বেগুন - ৮০ টাকা

    শসা - ৪০ টাকাগাজর - ৫০ টাকাটমেটো - ৫০ টাকাপটল - ৩০ টাকা

    লক্ষ্মীপুজোর আগে লক্ষ্মী ভাঁড়ারে টান।ফলে অল্পেতে তুষ্ট হতে হচ্ছে অর্থদেবীকে।

    First published:

    Tags: High Price, Kolkata, Laxmi Puja