#কলকাতা: জিএসটির প্রকোপ এবার ধনদেবীর পুজোতেও। প্রতিমা তৈরির খরচ বেড়েছে। তবে সেই অনুপাতে বাড়েনি প্রতিমার দাম। তাই ব্যাপক সমস্যায় ঘাটালের কুমারটুলির মৃৎশিল্পীরা।
শুধুই কী মূর্তি! পুজোসামগ্রী, ভোগ সামগ্রীর বাজারও চড়া। লক্ষ্মীপুজোর লম্বা ফর্দে কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন ক্রেতারা।
প্রতি কেজি বেগুন - ৮০ টাকা
শসা - ৪০ টাকাগাজর - ৫০ টাকাটমেটো - ৫০ টাকাপটল - ৩০ টাকালক্ষ্মীপুজোর আগে লক্ষ্মী ভাঁড়ারে টান।ফলে অল্পেতে তুষ্ট হতে হচ্ছে অর্থদেবীকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: High Price, Kolkata, Laxmi Puja