Laxmi Bhandar: মহিলা ভোট টানতে মোক্ষম চাল! মমতার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ কি এবার অস্ত্র ইন্ডিয়া-র?
- Published by:Satabdi Adhikary
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এ বিষয়ে বলেন, ‘‘ভাল প্রশাসক, ভাল সমাজ সংস্কারক হয়। মেয়েরা ৫০% আসনে এখন লড়াই করছে। এটা খালি ভোটের ব্যাপার নয়। এটা সামাজিক সম্মান। মেয়েরা সম্মানিত তাই বিজেপি ভয় পাচ্ছে। বিজেপি মেয়েদের কিছু করে না। তাই ভয় পায়।’’
কলকাতা: বাংলার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এবার চালু করতে শুরু করেছে একাধিক রাজ্য। ইতিমধ্যেই কংগ্রেস শাসিত কর্ণাটক বা স্ট্যালিনের রাজ্যে শুরু হয়েছে ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র ন্যায় প্রকল্প৷ রাজনৈতিক সূত্রে খবর, বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ও এবার তাদের ইস্তাহারে রাখতে চলেছে এই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পকে। রাজনৈতিক মহলের মতে, প্রথম দিকে বিজেপি এই প্রকল্পকে ‘দান-খয়রাতির রাজনীতি’ বলে বিরোধিতা করলেও, লক্ষ্মীর ভাণ্ডারের যে জনপ্রিয়তা রয়েছে, তা অস্বীকার করতে পারছে না বিজেপি। এই অবস্থায় আগামী দিনে মহিলা ভোট পেতে অন্যতম অস্ত্র হতে চলেছে এই লক্ষ্মীর ভাণ্ডার।
রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, ‘‘বিজেপির প্রতিশ্রুতি আসলে জুমলা হয়। মূল্যবৃদ্ধি নিয়ে মানুষ এমনিতেই অস্বস্তিতে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপি কটূক্তি করত। বলত দান-খয়রাতি করছে। আর এখন অন্য রাজ্য সেই প্রকল্প নিচ্ছে। বিজেপি এটা নিয়ে কম কথা বলুন। তারা চ্যালেঞ্জের সামনে পড়েছেন। ২০২৪ এর থ্রেট বিজেপি বুঝতে পারছে। ওরা এতটাই সন্ত্রস্ত। আসলে সমাজনীতিতে ওরা অভ্যস্ত নয়।’’
advertisement
আরও পড়ুন: পুরসভার অধিবেশন নাকি কুস্তির আখড়া! হাতাহাতি থেকে ধাক্কাধাক্কি, মল্লযুদ্ধের মারপ্যাঁচ সবই দেখল সেপ্টেম্বর অধিবেশনে
তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এ বিষয়ে বলেন, ‘‘ভাল প্রশাসক, ভাল সমাজ সংস্কারক হয়। মেয়েরা ৫০% আসনে এখন লড়াই করছে। এটা খালি ভোটের ব্যাপার নয়। এটা সামাজিক সম্মান। মেয়েরা সম্মানিত তাই বিজেপি ভয় পাচ্ছে। বিজেপি মেয়েদের কিছু করে না। তাই ভয় পায়।’’
advertisement
advertisement
রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, ‘‘বিজেপির চ্যালেঞ্জ আসলে ক্রেডিবিলিটি। এই রাজ্যে এখনই ১ কোটি ৯৮ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে৷ ’’ শাসকদলের নেতানেত্রীদের এই বক্তব্যকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি শিবির৷ বাংলা বিজেপি নেতৃত্ব অবশ্য জানাচ্ছে, মানুষ যথেষ্ট সচতন, তাঁরা সবটা বুঝতে পারছেন৷
advertisement
সূত্রের খবর, INDIA-র আলোচনায় বিভিন্ন রাজ্যে ক্ষমতায় থাকা সরকারের সফল প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে৷ তার মধ্যে অবশ্যই গুরুত্ব পেয়েছে এই প্রকল্প। যে কারণে দক্ষিণের রাজ্যে ধীরে ধীরে এই প্রকল্প চালু হচ্ছে৷ আগামিদিনে ভোটমুখী রাজ্যেও এর প্রভাব পড়তে পারে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
September 17, 2023 1:07 PM IST