Law college student case: ল কলেজে গণধর্ষণে বিরাট মোড়! অভিযুক্ত প্রমিতের বাড়ি থেকে ঘটনার দিন ব্যবহার করা বহু জিনিস বাজেয়াপ্ত

Last Updated:

Law college student case: কসবা কাণ্ডের জেরে অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায়কে নিয়ে চ্যাটার্জী হাট এলাকায় তার বাড়িতে আসেন তদন্তকারীরা। সকাল ১১ টার সময় প্রমিতকে সঙ্গে নিয়ে প্রবেশ করে পুলিশ।

কসবাকাণ্ডে বিরাট মোড়
কসবাকাণ্ডে বিরাট মোড়
কলকাতা: কসবা কাণ্ডের জেরে অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায়কে নিয়ে চ্যাটার্জী হাট এলাকায় তার বাড়িতে আসেন তদন্তকারীরা। সকাল ১১ টার সময় প্রমিতকে সঙ্গে নিয়ে প্রবেশ করে পুলিশ। ঘটনার দিনের পরনের জামাকাপড়, অন্তর্বাস, জুতো-সহ সব বাজেয়াপ্ত করে পুলিশ। সেদিন কখন বেরিয়েছিল কখন ঘরে ফিরেছিল সব বিষয়ে পরিবারের সামনে বসিয়ে জিজ্ঞাসবাদ করা হয়।
কসবার ঘটনায় নির্যাতিতাকে জোর করে কলেজ গেট থেকে ভিতরে নিয়ে যাওয়ার যে অভিযোগ উঠেছিল, সিসিটিভি ফুটেজে মিলেছে সেই দৃশ‍্য। গেট থেকে জোর করে নির্যাতিতাকে ভিতরে নিয়ে যাওয়া হয়েছিল বলেই পুলিশ সূত্রে খবর। নির্যাতিতা যখন অসুস্থ বোধ করে পালিয়ে যাওয়ার জন‍্য বেরিয়ে এসেছিলেন। এসে দেখেছিলেন মেন গেট তালা বন্ধ অবস্থায়। সেই সময়ে জাইব এবং প্রমিত নির্যাতিতাকে জোর করে ইউনিয়ন রুমের দিকে নিয়ে গিয়েছে, এই অভিযোগ ছিল এফআইআরে। সত‍্যতা যাচাইয়ে সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে। তাতে এই দৃশ‍্য রয়েছে বলেই পুলিশ সূত্রে খবর।
advertisement
advertisement
প্রসঙ্গত, পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বাড়ি থেকে ধর্ষণের ঘটনার দিন যে পোশাক পরেছিলেন, সেই জামা-প্যান্ট, অন্তর্বাস ও জুতো বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের পরিধেয় জামাকাপড়ও বাজেয়াপ্ত করে পাঠানো হয়েছে ফরেনসিকে। বাজেয়াপ্ত পোশাকগুলি ইতিমধ্যেই ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সূত্রের খবর, ওই জামাকাপড়ে রক্ত, দাগ, বা নির্যাতিতার ডিএনএ-র কোনও নমুনা রয়েছে কি না, তা খতিয়ে দেখবেন ফরেনসিক বিশেষজ্ঞরা। এই পোশাকগুলি থেকেই মিলতে পারে গুরুত্বপূর্ণ ক্লু, যা তদন্তে মোড় ঘুরিয়ে দিতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Law college student case: ল কলেজে গণধর্ষণে বিরাট মোড়! অভিযুক্ত প্রমিতের বাড়ি থেকে ঘটনার দিন ব্যবহার করা বহু জিনিস বাজেয়াপ্ত
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement