Indian Railways: ‘টয়লেট থেকে আসছি’, ট্রেনে বরকে বললেন সদ্য বিবাহিত বউ! ফিরছেন না দেখে বাথরুমে উঁকি দিতেই সর্বনাশ স্বামীর
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Indian Railways: সমস্তিপুর জংশনে একটি চমকপ্রদ ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে এক নববিবাহিতা ট্রেন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে। এই ঘটনার পর পরিবারের সদস্য-সহ স্থানীয়দের মধ্যে হইচই পড়ে যায়।
সমস্তিপুরঃ সমস্তিপুর জংশনে একটি চমকপ্রদ ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে এক নববিবাহিতা ট্রেন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে। এই ঘটনার পর পরিবারের সদস্য-সহ স্থানীয়দের মধ্যে হইচই পড়ে যায়। ঘটনাটি ঘটেছে দরভাঙ্গা এবং সমস্তিপুর জেলার মধ্যে।
advertisement
স্বামীর মতে, কনে চলন্ত ট্রেনে বাথরুমে যাওয়ার কথা বলে সিট থেকে উঠেছিল এবং তারপর আর ফিরে আসেনি। এর মধ্যে তার মোবাইলও সুইচ অফ হয়ে যায়। এই ঘটনার তথ্য মহিলার স্বামী সুমিত কুমার জানিয়েছেন, তিনি বেগুসরাই জেলার তেঘড়ার বাসিন্দা। সুমিত আরও জানান, মাত্র ৪০ দিন আগে মে মাসে আঁচল কুমারীর সঙ্গে তাঁর বিয়ে হয়।
advertisement
২৮ জুন তারা হাওড়া-জয়নগর এক্সপ্রেস ট্রেনে তেঘড়া থেকে দরভাঙ্গার লহেরিয়াসরাই যাচ্ছিলে। সমস্তিপুর স্টেশনের কাছে আঁচল সুমিতকে বলেছিল যে সে বাথরুমে যাচ্ছে, কিন্তু অনেকক্ষণ পরেও ফিরে আসেনি। ট্রেন লহেরিয়াসরাই স্টেশনে পৌঁছে গিয়েছিল, কিন্তু আঁচলের কোনো খবর পাওয়া যায়নি।
advertisement
অনেকক্ষণ স্ত্রীর কোনও খোঁজ না পাওয়া গেলে তার খোঁজ শুরু করেন সুমিত। টয়লেটে খুঁজে পাওয়া যায়নি আঁচলকে। বারবার মোবাইলে কল করা হয়, কিন্তু ফোন সুইচ অফ ছিল। ঘটনার পর সুমিত তৎক্ষণাৎ তার পরিবার এবং শ্বশুরবাড়ির লোকদের খবর দেয়। পরিবারের সদস্যরাও তাদের স্তরে আঁচলকে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু কোনো খোঁজ মেলেনি।
advertisement
এই ঘটনাটি নিয়ে নিখোঁজ তরুণীর মা প্রভা দেবীও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, মেয়ে এবং জামাই লহেরিয়াসরাই যাচ্ছিল কারণ মেয়ের বাবার সম্প্রতি হার্ট অ্যাটাক হয়েছিল। সে তাকে দেখতে যাচ্ছিল। কিন্তু কেউ বুঝতে পারছেন না আঁচল কী ভাবে এবং কেন নিখোঁজ হয়ে গেল।
advertisement
দারভাঙ্গা জিআরপি থানার ইনচার্জ অরুণ কুমার জানিয়েছেন যে তারা এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আবেদন পায়নি। তিনি বলেছেন যে আবেদন পাওয়া মাত্রই তৎক্ষণাৎ খোঁজ শুরু করা হবে। অন্যদিকে, স্বামী সুমিত কুমার আশা প্রকাশ করেছেন যে শীঘ্রই তার স্ত্রী সুস্থভাবে ফিরে আসবে। এই ঘটনার পর যাত্রীদের মধ্যেও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে যে চলন্ত ট্রেনে কোনও মহিলা হঠাৎ কিভাবে নিখোঁজ হতে পারে এবং কেউ কিছু জানতেও পারল না। চিন্তায় দুই পরিবার, মেয়ে কখন ফিরে আসে সেই নিয়েই প্রার্থনা করছেন সকলে। Representative Image