পুজোয় দুই বাংলার ডেলিকেসির একমাত্র গন্তব্য গ্রেট ইস্টার্ন

Last Updated:

গতবারের রাজবাড়ির খাবারের পর এবারের গ্রেট ইস্টার্নের পুজো বাফেটের থিম ‘এপার ও ওপার বাংলা’ ৷

#কলকাতা: পুজোর সময় প্যান্ডেলে প্যান্ডেলে বা রাস্তার ধারের বিভিন্ন খাবারের দোকানে চপ, চাউমিন, চিকেন রোল যেমন খাওয়াটা বাঙালির একটা পুরোনো অভ্যাস ৷ তেমনি লাঞ্চ-ডিনারটাও বাইরে না সারাটাই একটা অবাক ঘটনা ৷ ষষ্ঠীর ডিনার দিয়েই শুরু হয়ে যায় পুজোর ভোজ ৷ এরপর সপ্তমী, অষ্টমী, নবমীতে মহাভোজ ! সেটা থামে একেবারে দশমীর লাঞ্চ করার পরেই ৷
কলকাতা শহর এবং তার আশপাশে এখন ভাল রেস্তোরাঁর কোনও অভাব নেই ৷ ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল, বাঙালি, পাঞ্জাবি, সাউথ ইন্ডিয়ান, কত রকম চাই আপনার ! রেস্তোরাঁগুলিতে খাবারের দামও কিছু কম নয়, সেইসঙ্গে রয়েছে ঢোকার জন্য বিশাল লাইন ! ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়েও অনেক সময় পাওয়া যায় না জায়গা ৷ আবার জায়গা পেলেও খাবারের মান অনেক জায়গাতেই খুব খারাপ হয় পুজোর দিনগুলোতে ৷ কিন্তু বাইরে খেতেই হবে, সেই ‘খারাপ’ খাবারই তাই চেটেপুটে খায় মানুষ ৷ কিন্তু এই সমস্যার একটা সমাধান আছে ৷ রেস্তোরাঁর অসম্ভব ভিড় থেকে বাঁচতে শহরের পাঁচতারা হোটেলের রেস্তোরাঁগুলিতে পুজোর দিনগুলোতে ডাইনিংটা সারলে কেমন হয় ? ষষ্ঠী থেকে নবমী, পুজোর চার দিন লাঞ্চ-ডিনারের দারুণ ডেস্টিনেশন কিন্তু অবশ্যই শহরের অন্যতম হেরিটেজ পাঁচতারা হোটেল ললিত গ্রেট ইস্টার্ন ৷ সেখানকার 'Alfresco' রেস্তোরাঁয় এবছর পুজো বাফেটের থিম ‘এপার ও ওপার বাংলা’ ৷ খাবারের মেনুতেও এবার তাই ইস্টবেঙ্গল-মোহনবাগানের ছোঁয়া ৷
advertisement
Great Eastern Hotel Puja 6
advertisement
ভেটকির পাটিসাপটা, খুলনার ভেটকি, পাচ্চের চিকিয়া, মুর্শিদাবাদি মোরগ বিরিয়ানি, চুই ঝালের গোস্ত (মাটন) কী নেই সেই মেনুতে ! ডেসার্টেও থাকছে দুর্দান্ত সব আয়োজন ৷ নলেন গুড়ের বেকড ইওগার্ট, কেসার রাজভোগ, পান-গুলকান্দ ইত্যাদি আরও অনেক কিছু ৷ আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চার দিন দুপুর ১২:৩০টা থেকে বিকেল ৩:৩০ মিনিট পর্যন্ত লাঞ্চ এবং সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত অ্যালফ্রেস্কোতে পুজো স্পেশ্যাল ডিনার সার্ভ করা হবে ৷
advertisement
Great Eastern Hotel Puja 1
Great Eastern Hotel Puja 8
অন্যদিকে ঐতিহ্যশালী The Bakery & WILSON’S-এও থাকছে পুজোর দিনগুলোতে বিশেষ লাঞ্চ-ডিনারের ব্যবস্থা ৷ এখানে থাকছে মিডনাইট বাফেটও ৷ রাত ১২টা থেকে রাত সাড়ে ৩টে পর্যন্ত পাওয়া যাবে এই মিডনাইট বাফেট ৷ অ্যালফ্রেস্কোতে পুজো স্পেশ্যাল লাঞ্চ এবং ডিনার বাফেটের দাম ২৪৯৯ টাকা প্রতি প্লেট ৷
advertisement
Great Eastern Hotel Puja 5
তবে গ্রেট ইস্টার্নের আয়োজন শুধুমাত্র খাওয়া দাওয়াতেই শেষ হচ্ছে না ৷ থাকছে ১৪,৯৯৯ টাকার বিশেষ ফেস্টিভ প্যাকেজও ৷ গোটা পরিবারের খাওয়া দাওয়ার পাশাপাশি ২ রাত ৩ দিনের একটা ‘আল্টেমেট’ অভিজ্ঞতাও আপনার জন্য অপেক্ষা করে আছে শহরের এই ঐতিহ্যশালী পাঁচতারা হোটেলে ৷ এই প্যাকেজে এয়ারপোর্ট পিক-আপ থেকে শুরু করে পুজোর পাঁচদিন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই থাকছে ৷ থাকছে ঠাকুর দেখা বেলুড় মঠে কুমারী পুজো থেকে শুরু করে বনেদী পাড়ির পুজো এবং দশমীতে বিলাসবহুল ক্রুজে করে প্রতিমা নিরঞ্জন দেখার ব্যবস্থাও ৷ আর এই সমস্ত কিছুই পাওয়া যাবে ওই একটা প্যাকেজেই ৷
advertisement
Great Eastern Hotel Puja 2Great Eastern Hotel Puja 7
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোয় দুই বাংলার ডেলিকেসির একমাত্র গন্তব্য গ্রেট ইস্টার্ন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement