সিআইডির নজরে সিবিআই অস্থায়ী ক্যাম্পের ইনভেস্টিগেশন রুম, সংগ্রহ করা হবে নমুনা

Last Updated:

ফরেন্সিক সূত্রে খবর, লালনের ওজন ছিল ৬৫ কেজি। সম ওজনের বস্তা ঝুলিয়ে পরীক্ষা করা হয়েছে। কারণ যে শাওয়ার পাইপে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় লালনকে, সেই পাইপের ভার নেওয়ার ক্ষমতা পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবারও সেই অংশ আরও ভাল ভাবে পরীক্ষা করবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। 

সিআইডি নজরে সিবিআই অস্থায়ী ক্যাম্পের ইনভেস্টিগেশন রুম, সংগ্রহ করা হবে নমুনা
সিআইডি নজরে সিবিআই অস্থায়ী ক্যাম্পের ইনভেস্টিগেশন রুম, সংগ্রহ করা হবে নমুনা
অমিত সরকার, কলকাতা: সিবিআই অস্থায়ী ক্যাম্পের বাথরুমই (যেখানে ঝুলন্ত অবস্থায় ছিলেন লালন) শুধু নয়, সিআইডির নজরে ইনভেস্টিগেশন রুম। অর্থাৎ যেখানে লালনকে জেরা করেছিলেন সিবিআই কর্তারা সেই ঘর থেকেও নমুনা সংগ্রহের কাজ হবে।
নজরে রয়েছে অন্যান্য ঘরও বলে সিআইডি সূত্রে খবর। প্রতিটি ঘর থেকে সংগ্রহ করা হবে নমুনা। নেওয়া হবে ফিঙ্গার প্রিন্ট । ফিঙ্গার প্রিন্টের নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক বিশেষজ্ঞ বলে দাবি সিআইডির।
ফরেন্সিক সূত্রে খবর, লালনের ওজন ছিল ৬৫ কেজি। সম ওজনের বস্তা ঝুলিয়ে পরীক্ষা করা হয়েছে। কারণ যে শাওয়ার পাইপে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় লালনকে, সেই পাইপের ভার নেওয়ার ক্ষমতা পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবারও সেই অংশ আরও ভাল ভাবে পরীক্ষা করবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
একইসঙ্গে খতিয়ে দেখা হয়েছে বাথরুমের যে অংশ থেকে ঝুলন্ত অবস্থায় লালনকে উদ্ধার করা হয়েছিল। বাথরুমে থাকা শাওয়ার পাইপ থেকে মাটির মধ্যে ব্যবধান ৬.৫ ফুট। লালনের উচ্চতা ৫.৫ ফুট। এই মাপ নিয়েও বিস্তারিত ভাবে পরীক্ষা করা হবে বলে সূত্রের দাবি।
advertisement
সিআইডি সূত্রে খবর, বাথরুমের ভিতরের অংশেও আরও বেশ কিছু বিষয় খতিয়ে দেখবেন তারা। ইতিমধ্যে তাদের দাবি, এই ক্যাম্পের ভিতরে কোনও ক্লোজ সার্কিট ক্যামেরা নেই। সেক্ষেত্রে ওই দিন যারা কর্তব্যরত ছিলেন তাদের বয়ান রেকর্ডও করা হবে তদন্তের স্বার্থে। ফরেন্সিক পরীক্ষা হবে গামছারও, যা দিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় পাওয়া গিয়েছিল দেহ।বাথরুম থেকেই উদ্ধার হয়েছে লালনের পোশাক, সেগুলিও পাঠানো হবে পরীক্ষায়। দেখা হবে বাথরুমের ছিটকিনি বা লক। বুধবারই ফরেন্সিকের তরফে বাথরুমে থাকা সামগ্রী খতিয়ে দেখা হয়েছে। প্রাথমিক পর্যায়ে সংগ্রহ করা হয়েছে নমুনাও।
advertisement
সিআইডির তদন্তকারী অফিসারদের সঙ্গে আলোচনা করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। বুধবারই ঘটনাস্থল পরিদর্শন করেন সিআইডি আইজি (২)।আইজি বৈঠক করেন সিআইডি অফিসারদের সাথে। সূত্রের খবর, তদন্ত নিয়ে স্ট্যাটেজি বৈঠক করেন আইজি। সূত্রের খবর, ঘটনার সময় সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে কারা কারা উপস্থিত ছিলেন, তাদের তালিকা তৈরি করে বয়ান রেকর্ড করা হবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
সিআইডির নজরে সিবিআই অস্থায়ী ক্যাম্পের ইনভেস্টিগেশন রুম, সংগ্রহ করা হবে নমুনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement