আজ কোজাগরী লক্ষ্মীপুজো, ঘরে ঘরে চলছে ধনদেবীর আরাধনা
Last Updated:
লক্ষ্মীপুজোয় ফের উৎসবের আমেজ ৷ আজ কোজাগরী লক্ষ্মীপুজো। ঘরে ঘরে ধনদেবীর আরাধনা। নারকেল নাড়ু, তক্তি থেকে ধানের শীষ।
#কলকাতা: লক্ষ্মীপুজোয় ফের উৎসবের আমেজ ৷ আজ কোজাগরী লক্ষ্মীপুজো। ঘরে ঘরে ধনদেবীর আরাধনা। নারকেল নাড়ু, তক্তি থেকে ধানের শীষ। লক্ষ্মীর ঘট থেকে কড়ি বসানো কুনকে, লক্ষ্মীর পাঁচালি। পাঁচ রকম ভাজা, খিচুড়ি, পোলাও ভোগে অতিথি আপ্যায়ন। সব মিলিয়ে মা লক্ষ্মীকে বরণ করতে প্রস্তুত বাঙালী। হোক না বাজার আগুন। অগ্নিমূল্য ফুল, সবজি, ডাল, ফল। সাধ্যের মধ্যে সাধপূরণে কাটছাঁট করতে হয়েছে বাজেটে। তবুও লক্ষ্মীলাভের আশায় ঘরে ঘরে সকাল থেকেই জোর প্রস্তুতি।
গৃহস্থের বাড়িতে বাড়িতে চলছে লক্ষ্মী আরাধোনার তোড়জোড়। বারোয়ারি প্যান্ডেলের পাশাপাশি বাড়িতে বাড়িতেও চলছে লক্ষ্মী আরাধনার প্রস্তুতি। প্রার্থনা একটাই, ঘর আলো করে পরিবারে যে বিরাজ করে মা লক্ষী ৷ ধনদেবীর আরাধনায় মেতেছেন রাজ্যবাসী।
লক্ষী পুজো উপলক্ষে কলকাতার বিভিন্ন বাজার আগুন। বাজারে ঢুকলেই ছ্যাঁকা। সবজি থেকে ফল। ডাল থেকে ফুল। প্রতিমা থেকে সাজের উপকরণ। নিজের সাধ্যমত জিনিস কিনতে হিমসিম বাঙালী। এরকমই মনোভাব বেশিরভাগ ক্রেতার। কেউ লুচির সঙ্গে ছোলার ডালের ব্যবস্থা করতে গিয়ে নাজেহাল। কেউ ফুল কিনতে গিয়ে হতভম্ভ। সবজি, ফলের বাজারে ঢুকে ব্যাকফুটেও চলে গিয়েছেন কেউ কেউ। দাম বেড়েছে প্রতিমারও।
advertisement
advertisement
তবু কোজাগরী লক্ষ্মীর আরাধনায় ত্রুটি রাখতে চাননা কেউই। নিজের সাধ্যমত বাজেট কাটছাঁট করেও লক্ষ্মীলাভের আশায় এখন জোর প্রস্তুতি বাঙালীর ঘরে ঘরে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 05, 2017 9:44 AM IST