Kuntal Ghosh | Scam: বুধবারই ঘটতে চলেছে বড় ঘটনা, কুন্তলকে নিয়ে বিরাট সিদ্ধান্ত CBI-এর!

Last Updated:

Kuntal Ghosh | Scam: মঙ্গলবার আলিপুর আদালত থেকে অনুমতি পেয়েছে সিবিআই। ইতিমধ্যে চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

কুন্তলকে জেরা করবে সিবিআই
কুন্তলকে জেরা করবে সিবিআই
কলকাতা: কুন্তল ঘোষকে জেরা করতে বুধবার প্রেসিডেন্সি জেলে যাবে সিবিআই। প্রেসিডেন্সি সংশোধনাগারে বসে বিচারক ও হেস্টিংস থানায় অভিযোগ পত্র দিয়ে কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগ করেছিলেন কুন্তল ঘোষ। চিঠি মামলায় এবার ফের সিবিআই জেরার মুখে পড়তে চলেছেন কুন্তল। প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে কুন্তল ঘোষকে জেরার অনুমতি পেয়েছে সিবিআই। সেই সূত্রেই এবার জেলে গিয়ে জেরা করবে সিবিআই।
মঙ্গলবার আলিপুর আদালত থেকে অনুমতি পেয়েছে সিবিআই। ইতিমধ্যে চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। প্রসঙ্গত শহিদ মিনারের সভা থেকে অভিষেক দাবি করেছিলেন, হেফাজতে থাকার সময় মদন মিত্র, কুণাল ঘোষকে তাঁর নাম নিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
advertisement
advertisement
অভিষেকের মন্তব্যের পরের দিনই আদালতে পেশ করার সময় সংবাদ মাধ্যমে কুন্তল দাবি করেন, হেফাজতে থাকার সময় বলপূর্বক অভিষেকের নাম বলার জন্য তাঁকে চাপ দেওয়া হয়েছে। তারপর, ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠি দেন কুন্তল। পুলিশি হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠান হেস্টিংস থানাতেও। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে চিঠি প্রসঙ্গ আদালতে জানায় ইডি।
advertisement
আদালত পর্যবেক্ষণে জানায়, প্রয়োজনে সিবিআই বা ইডি কুন্তল ও অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। ইতিমধ্যে অভিষেকের বয়ান রেকর্ড করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সংশোধনাগারে গিয়ে কুন্তল ঘোষের বয়ান রেকর্ড করা হবে। অন্যদিকে গ্রুপ সি নিয়োগ মামলাতে সংশোধানাগারে গিয়ে নাইসার আধিকারিক নীলাদ্রি দাসকে জেরা করবে সিবিআই। আদালত থেকে মিলেছে সেই অনুমতি। বুধবার সংশোধানাগারে গিয়ে তারও বয়ান রেকর্ড করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর। প্রসঙ্গত গ্রুপ সি নিয়োগ মামলায় সপ্তাহ খানেক আগে নাইসার এক আধিকারিকের গোপন জবান বন্দি হয়েছে, উঠে এসেছে তথ্য। সেই তথ্য খতিয়ে দেখতে জেলে গিয়ে এবার নীলাদ্রিকে জেরা করবে সিবিআই। ইতিমধ্যে গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কয়েকজনের বয়ান রেকর্ড করা হয়েছে। আগামী দিনে নাইসার বেশ কয়েকজন আধিকারিকের বয়ান রেকর্ড করবে সিবিআই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kuntal Ghosh | Scam: বুধবারই ঘটতে চলেছে বড় ঘটনা, কুন্তলকে নিয়ে বিরাট সিদ্ধান্ত CBI-এর!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement