Bangla News: তখন প্রবল ঝড়, বাড়ির ছাদ থেকে ধুপ করে শব্দ! বর্ধমানের ঘটনা শুনলে আঁতকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Bangla News: ঝড়ে বাড়ির ছাদ থেকে পড়ে গেলেন এক ব্যক্তি, তার জেরে ঘটল মর্মান্তিক পরিণতি।
বর্ধমান: ঝড়ে বাড়ির ছাদ থেকে পড়ে গেলেন এক ব্যক্তি, তার জেরে ঘটল মর্মান্তিক পরিণতি। গত শুক্রবার অর্থাৎ ১৯ মে সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে কর্মরত অবস্থায় ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু এক রাজমিস্ত্রি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের খাতরা গ্রামে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তেশ্বর খাঁদড়া গ্রামে সুজিত বর্মন নামে ওই রাজমিস্ত্রি গত শুক্রবারে গ্রামেরই একটি বাড়ির ছাদ ঢালাই এর জন্য রড বাঁধার কাজ করছিলেন। সেই সময় কালবৈশাখী ঝড় ওঠায় ছাদ থেকে নিচে পড়ে যান। তাতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই ব্যক্তিকে কলকাতায় রেফার করা হয়। ওই ব্যক্তির আত্মীয়রা তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান।
advertisement
advertisement
কিন্তু সেখানে ভর্তি করাতে না পেরে তাঁকে ফের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ফিরিয়ে নিয়ে আসা হয়। অভিযোগ এখানেও চিকিৎসা মেলেনি। এরপর তাঁকে দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে দুদিন চিকিৎসা করার পর অধিক খরচের জন্য বাড়ি নিয়ে চলে আসতে বাধ্য হন পরিবার পরিজন। আজ মঙ্গলবার সকালে ফের তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন । পরিবারের সদস্যরা মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নিয়ে যান। মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
গুরুতর আহত এক ব্যক্তি বর্ধমান থেকে কলকাতা পর্যন্ত সরকারি হাসপাতাল গুলিতে ঘুরেও কেন চিকিৎসা পেলেন না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি জেলা নেতৃত্বের বক্তব্য, সরকারি হাসপাতালের পরিষেবার মান নিয়ে বরাবর বড়াই করে রাজ্যের শাসক দল। কিন্তু আসল চেহারাটা কি তা এই ব্যক্তির মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলছে বিজেপির অভিযোগ ভিত্তিহীন উন্নত চিকিৎসার জন্যই ওই ব্যক্তিকে বর্ধমান মেডিকেল থেকে কলকাতায় রেফার করা হয়েছিল। কলকাতায় একাধিক মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। তবু কেন ওই ব্যক্তিকে ফিরে আসতে হল তা নিশ্চয়ই প্রশাসন খতিয়ে দেখবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2023 9:57 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: তখন প্রবল ঝড়, বাড়ির ছাদ থেকে ধুপ করে শব্দ! বর্ধমানের ঘটনা শুনলে আঁতকে উঠবেন