Kuntal Ghosh On Abhishek Banerjee : কুন্তলের মুখে ফের অভিষেক নাম...! কী বললেন নিয়োগ দুর্নীতিতে ধৃত 'বহিষ্কৃত' তৃণমূল নেতা?

Last Updated:

Kuntal Ghosh On Abhishek Banerjee: আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করলেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তল ঘোষ। এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যায় তাঁর মুখে। তাঁর সেই মন্তব্যে তোলপাড় পরে যায় রাজ্য রাজনীতিতে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কুন্তলের মুখে!
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কুন্তলের মুখে!
কলকাতা :   আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করলেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তল ঘোষ। এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যায় তাঁর মুখে। তাঁর সেই মন্তব্যে তোলপাড় পরে যায় রাজ্য রাজনীতিতে। শুক্রবার তাঁকে আদালতে পেশ করার সময় কুন্তল ঘোষ ফের একবার মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপধ্যায় প্রসঙ্গে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কুন্তল ঘোষ বলেন, ‘ভারতের যুবরাজের যাত্রায় জনজোয়ার’। প্রসঙ্গত কুন্তল ঘোষই প্রথম দাবি করেছিলেন ইডি তাঁকে অভিষেকের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে। এই নিয়ে আদালতে অভিযোগও জানিয়েছিলেন তিনি। এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন।
advertisement
advertisement
পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল নবজোয়ার যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে কুলটি রাজ্যব্যাপী প্রচার অভিযান শুরু করেছেন তিনি। জেলায় জেলায় সভা করে পঞ্চায়েত ভোট নিয়ে বার্তা দিচ্ছেন তিনি। সেই সঙ্গে প্রার্থী বাছাই নিয়ে গণভোটও দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
গতকাল পঞ্চায়েতে বিদ্রোহী দলনেতাদের কড়া বার্তা দিয়েছেন তিনি। যাঁরা টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন তাঁদের আর দলে নেবেন না বলে কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় একাধিক বার্তা দিয়েছেন তিনি। দলের কর্মীদের প্রার্থী নির্বাচন নিয়ে কড়া বার্তা দিয়েছেন। তাঁর সেই জনজোয়ার যাত্রার প্রশংসা কুন্তল ঘোষের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kuntal Ghosh On Abhishek Banerjee : কুন্তলের মুখে ফের অভিষেক নাম...! কী বললেন নিয়োগ দুর্নীতিতে ধৃত 'বহিষ্কৃত' তৃণমূল নেতা?
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement