Kuntal Ghosh- Partha Chatterjee bail plea: নিয়োগ দুর্নীতি মামলায় হাই কোর্টে জামিন পেলেন কুন্তল, আজ পার্থর ভাগ্যে কী রয়েছে?
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Calcutta High Court: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ। হাই কোর্টে কুন্তলের জামিনের আবেদন মঞ্জুর করল বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চ। ইডি করা মামলায় জামিনের আবেদন মঞ্জুর করল হাই কোর্ট।
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ। হাই কোর্টে কুন্তলের জামিনের আবেদন মঞ্জুর করল বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চ। ইডি করা মামলায় জামিনের আবেদন মঞ্জুর করল হাই কোর্ট।
নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মিললেও এখনই জেল থেকে মুক্তি পাবেন না বলে জানা গিয়েছে। কুন্তল ইডির করা মামলায় জামিন পেলেও সিবিআইয়ের করা মামলায় এখনই জামিন পাচ্ছেন না। তাই জেল থেকে এখনই মুক্তি পাচ্ছেন না।
advertisement
advertisement
জামিনের নির্দেশিকায় আদালত জানিয়েছে পাসপোর্ট থাকলে তা জমা রাখতে হবে কুন্তল ঘোষকে। পাশাপাশি নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না কুন্তল। ব্যক্তিগত ১০ লাখ টাকার বন্ডে জামিন মিলেছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে তথ্য প্রমাণ নষ্ট করতে পারবেন না এবং কোনও সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না তিনি।
advertisement
প্রসঙ্গত, এর আগে জামিন চেয়ে সুপ্রিম কোর্টে যান কুন্তল। মামলা হাই কোর্টে ফিরিয়ে একমাসের মধ্যে নিষ্পত্তি করার পরামর্শ দেয় সর্বোচ্চ আদালত। আপাতত স্বস্তি মিললেও জেলেই থাকতে হবে। পাশাপাশি বুধবার প্রাক্তন মন্ত্রী পাথ চট্টোপাধ্যায়েরও জামিন মামলার শুনানি রয়েছে আদালতে। পার্থর জামিন মিলবে কি?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 20, 2024 11:48 AM IST










