Kunal Ghosh: রাহুল সিনহার কথায় আমোদ পেয়েছেন কুণাল ঘোষ, কেন?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
চর বিতর্কে জারি রাজনৈতিক তরজা।
আবীর ঘোষাল, কলকাতা: চর বিতর্কে এবার নতুন করে শুরু তরজা। বিজেপি নেতা রাহুল সিনহা দাবি করলেন, বিজেপিতে তৃণমূলের চর হিসেবে নাকি রাখা হয়েছে কুণাল ঘোষকে (Kunal Ghosh)। সম্প্রতি, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন বিজেপির বেশ কয়েকজন নেতা তৃণমূলে আসবে বলে অপেক্ষা করে রয়েছেন, আর তাঁরাই দলের খবর দিচ্ছেন।
এ কথা শুনে রাহুল সিনহা দাবি করেন, কুণাল ঘোষই তাঁদের খবরাখবর দেন, তিনিই নাকি বিজেপির চর। আর রাহুল সিনহার এই বক্তব্যে দারুণ মজা পেয়েছেন, বলে জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, ‘‘রাহুল সিনহার কথায় আমোদ পেয়েছি। আমাকে আক্রমণ করার লোক পেয়েছেন৷ আমি যদি বিজেপির চর হব, তাহলে ত্রিপুরায় কেন মামলা হবে? আমার বিরুদ্ধে কেন ইডি-সিবিআই হবে?’’
advertisement
advertisement
একই সঙ্গে তার সংযোজন, ‘‘আর আমি চর হলে সত্যিই কি উনি আমার নাম বলতেন? আমার মত বড় সোর্স এর নাম বলে দিচ্ছেন উনি? আমি তো বলেছি বিজেপিতে তৃণমূলের সোর্স আছে। কই আমি তো তাদের নাম বলিনি৷’’
advertisement
প্রসঙ্গত, রাহুল সিনহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘তৃণমূলের যে মিটিং হয় তার খবর আমরা কুণাল ঘোষের থেকে পেয়ে যাই। কুণাল ঘোষকেই তো আমরা তৃণমূলে রেখে দিয়েছি চর হিসেবে। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যদি কারও সবথেকে বেশি রাগ থেকে থাকে, তাহলে তিনি কুণাল ঘোষ।’’ পুরনো কথা মনে করিয়ে দিয়ে রাহুল সিনহা দাবি করেন, তৃণমূলের যে কোনও বৈঠক হলেই সেই খবর বিজেপি পেয়ে যায় কুণালের কাছ থেকে। বিতর্কের সূত্রপাত বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের কথার সূত্র ধরে।
advertisement
সম্প্রতি, বিজেপি সাংসদ প্রকাশ্যে দাবি করেছেন, দলের ভিতরেই তৃণমূলের বেশ কয়েকজন চর রয়েছে। দলকে অস্বস্তিতে ফেলে রানাঘাটের সাংসদ দাবি করেছেন, দলে অনুশাসনের ঘাটতি রয়েছে বলেই তৃণমূলের চরেরা দলে ঢুকে পড়েছেন। তিনি মন্তব্য করেছিলেন, দেশের যেমন চর থাকে, তেমনই দলের মধ্যেও কিছু খোচর, কিছু দালাল থাকে। তৃণমূলের মধ্যেও আছে, বিজেপির মধ্যেও আছে। যাঁরা একে অপরকে খবর দেন। জগন্নাথ সরকারকে সমর্থন জানিয়েছিলেন তথাগত রায়। এর পর সেই বিতর্ক উস্কে বিজেপি নেতা রাহুল সিনহা পাল্টা বলছেন কুণাল ঘোষ তাদের চর। যদি কুণাল ঘোষের জবাব, ‘‘আসলে উনি পরিব্রাজক। ঘুরে ঘুরে হেরেছেন।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 10, 2022 9:18 AM IST