Kunal Ghosh: 'মানহানির' আইনি চিঠি দিয়েই দেখাক..., ফের জিতেন্দ্র তিওয়ারি ও বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলের!

Last Updated:

Kunal Ghosh: ফের জিতেন্দ্র তিওয়ারি ও কেন্দ্রীয় এজেন্সি নিয়ে সরব তৃণমূল। দাবি, এনআইএ-র এসপির সঙ্গে বৈঠক করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। শাসকদলের সেই দাবি উড়িয়ে পাল্টা মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা। এবার এই প্রসঙ্গে আরও সোচ্চার তৃণমূল কংগ্রেস।

জিতেন্দ্র তিওয়ারি ও বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলের
জিতেন্দ্র তিওয়ারি ও বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলের
কলকাতা: ফের জিতেন্দ্র তিওয়ারি ও কেন্দ্রীয় এজেন্সি নিয়ে সরব তৃণমূল। দাবি, এনআইএ-র এসপির সঙ্গে বৈঠক করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। শাসকদলের সেই দাবি উড়িয়ে পাল্টা মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা। এবার এই প্রসঙ্গে আরও সোচ্চার তৃণমূল কংগ্রেস। দলের তরফে কুণাল ঘোষ বলেন, “আমরা অপেক্ষা করছি জিতেন্দ্র তিওয়ারি একটা লিখিত কিছু দিন। অধীর আগ্রহে অপেক্ষা করছি তার লিগ্যাল নোটিশের জন্য। NIA প্রেস রিলিজ দিয়ে জানাবেন যে এসপির কাছে বিজেপি নেতা যাননি। আমরা অপেক্ষা করে আছি।”
কুণাল ঘোষের কথায়, “এরপর ভিডিও ফুটেজ দিতে হবে। স্পষ্ট ভিডিও ফুটেজ আছে। NIA দলদাসের কাজ করেছে। এসপি-র বাড়িতে বিজেপি নেতা গিয়েছে। বাড়ি গিয়ে ধরপাকড়ের পরিকল্পনা করেছে। NIA ডিজিকে বলতে চাই। দল যা যা পদক্ষেপ নেওয়ার নেবে। ধনরাম সিংকে সরিয়ে দিন। তাঁকে বাংলার তদন্তের সব পদ থেকে সরান। আমরা সব নথি দেখিয়েছি। আইনি চিঠি দিলে আমরা ভিডিও ফুটেজ বার করে দেব। জিতেন্দ্র তিওয়ারি আর ধনরাম সিং সবটা জানে।”
advertisement
advertisement
তৃণমূলের আরও দাবি, “বিজেপির সংগঠন নেই। তাই এজেন্সি ব্যবহার হচ্ছে। এমপি থেকে বুথ স্তরের সংগঠক তাদের সরাতে চাইছে। ওরা ফাঁকা মাঠে একা একা খেলতে চাইছে। ২০২১ সালের মামলায় তাই আবার সিবিআই ডেকে পাঠিয়েছে ৩০ জনকে। তাই এলাকা ফাঁকা করতে, এই সব করাচ্ছে। পূর্ব মেদিনীপুর শুধু নয়, NIA সূত্রে খবর আছে আমাদের কাছে, আরও একাধিক জেলায় গ্রেফতারের পরিকল্পনা করা হয়েছে একাধিক নেতাকে। ২০২১ সালের মাামলায় ২০২৪ সালে নোটিশ। কাপুরুষ অধিকারী প্রাইভেট লিমিটেড এই সব করাচ্ছে।
advertisement
কুণাল ঘোষ আরও বলেন, “ভূপতিনগর গ্রেফতারি হল চক্রান্ত। আগে NIA এসপিকে গ্রেফতার কেন করা হচ্ছে না? নাড়ুয়াভিলা গ্রামে আমি গেয়েছিলাম। গ্রেফতারির সময় তাঁর স্ত্রীর সঙ্গে কুৎসিত ব্যবহার করা হয়েছে। তাঁর বাবাকে মেরেছে। তাঁর ছোট ছেলেকে নিয়ে গিয়েছে বাবার সঙ্গে। তাই মা বোনেরা প্রতিবাদ করছেন।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh: 'মানহানির' আইনি চিঠি দিয়েই দেখাক..., ফের জিতেন্দ্র তিওয়ারি ও বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলের!
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement