Kunal Ghosh audio clip 'সাহেব অর্ডার করেছে সল্টলেক ওড়াতে!' জুনিয়র চিকিৎসকদের উপরে হামলার ছক? বিস্ফোরক দাবি কুণালের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক দাবি করেছেন, গতকাল জুনিয়র চিকিৎসকরা যখন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য গিয়েছিলেন, তখনই এই হামলা চালানোর কথা ছিল৷
কলকাতা: স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভে বড়সড় হামলার চক্রান্ত চালাচ্ছে বামেদের একটি যুব সংগঠন এবং অতি বাম একটি সংগঠনের দুই নেতার মধ্যে কথোপকথনের একটি অডিও ক্লিপ প্রকাশ করে এমনই দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷ রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূল কংগ্রেসকে বদনাম করতেই এই পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কুণাল ঘোষ৷
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক দাবি করেছেন, গতকাল জুনিয়র চিকিৎসকরা যখন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য গিয়েছিলেন, তখনই এই হামলা চালানোর কথা ছিল৷ কিন্তু কোনও কারণে সেই হামলা চালানো সম্ভব হয়নি৷ কুণাল ঘোষের দাবি, যে দুই সংগঠন মিলে এই চক্রান্ত সাজিয়েছে, তাদের সূত্রেই এই অডিও ক্লিপ শাসক দলের হাতে এসেছে৷
আরও পড়ুন: অ্যাম্বুল্যান্সের পিছনে পাগলের মতো ছুটছে একটি কুকুর, ভাইরাল ভিডিও! মন ছুঁয়ে যাবে শেষ দৃশ্য
advertisement
advertisement
কুণাল ঘোষের প্রকাশ করা এই অডিও ক্লিপে দুই ব্যক্তির কথোপকথন উঠে এসেছে৷ সেখানে প্রথমে একজনকে বলতে শোনা যাচ্ছে, ‘সাহেব অর্ডার করেছে সল্ট লেক ওড়ানোর জন্য৷’ এর পরের কথোপকথনে দ্বিতীয় ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, ‘আমি এত বছর এই কাজ করেছি, কোনোদিন ভয়ডর লাগেনি কিন্তু এখন এটাতে বিবেকে লাগছে, করাটা কী ঠিক হবে, ওরা তো লোকের জীবন বাঁচায়। অডিও ক্লিপে বাপ্পা বলে একজনের নামও উঠে এসেছে৷’
advertisement
এই অডিও ক্লিপ প্রকাশ করে কুণাল ঘোষ অভিযোগ করেন, ‘এটা একটা ভয়ঙ্কর চক্রান্ত৷ আমরা বার বার বলছি৷ জুনিয়র ডাক্তারদের সামনে রেখে যারা অন্য খেলা খেলছে, জুনিয়র ডাক্তারদের বলি দেওয়ার চক্রান্ত চলছে৷ বৈঠক বাতিলের পর হামলা হলে এর দায় বর্তাবে সরকার এবং তৃণমূল কংগ্রেসের উপর৷ স্বাস্থ্য ভবনের সামনে কোনও বহিরাগত যেন ঢুকতে না পারে৷ তৃণমূল বিরোধীরা জুনিয়র ডাক্তারদের বন্ধু সেজে ভিড় করছে৷’
advertisement
স্বাস্থ্য ভবনের সামনে জড়ো হয়ে বহু মানুষ জুনিয়র চিকিৎসকদের হাতে খাবার, পানীয় জল তুলে দিচ্ছেন৷ এই প্রসঙ্গ তুলেই কুণাল ঘোষ বলেন, ‘খাবারে কেউ কিছু মিশিয়ে দিলে কে দায় নেবে? যা হবে সরকারের উপরে দায় বর্তাবে৷ জুনিয়র ডাক্তারদের উপরে হামলা চালিয়ে সরকারকে বদনাম করার বিরাট চক্রান্ত চলছে৷’
কুণাল ঘোষ অভিযোগ করেছেন, স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে বিজেপি এবং বাম রাজনীতির সঙ্গে যুক্ত অনেককেই দেখা গিয়েছে৷ তাঁদের গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্যও পুলিশ এবং আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কাছে দাবি জানিয়েছেন তৃণমূল নেতা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 13, 2024 5:28 PM IST