‘একটু তির্যক, একটু টিপ্পনী...তবে এই মজাটা নেওয়ার মানসিকতা আমার আছে', অনির্বাণের ‘হুলি গান ইজম’ নিয়ে মন্তব্য কুণালের

Last Updated:

Kunal Ghosh Reaction on Anirban Bhattacharya's Viral Song: কুণাল ঘোষ, দিলীপ ঘোষের পাশাপাশি অনির্বাণের কথা ও সুরের নিশানায় শতরূপ ঘোষও। যদিও কুণাল ঘোষের গলায় গায়কের সম্পর্কে প্রশংসাই শোনা গিয়েছে।

অনির্বাণের ‘হুলি গান ইজম’ নিয়ে মন্তব্য কুণালের
অনির্বাণের ‘হুলি গান ইজম’ নিয়ে মন্তব্য কুণালের
কলকাতা: রবিবার থেকেই অনির্বাণ ভট্টাচার্যর ব্যান্ডের গানে তোলপাড় নেটদুনিয়া! বঙ্গ রাজনীতির ‘তিন ঘোষ’কে একসূত্রে গেঁথে মঞ্চে যেভাবে কণ্ঠ ছেড়েছিলেন টলিউডের অভিনেতা-পরিচালক তথা গীতিকার-গায়ক, সেই ক্যামেরাবন্দি মুহূর্তই বর্তমানে নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নতুন ব্যান্ড ‘হুলি গান ইজম’ ইতিমধ্যেই তাদের নতুন গান দিয়ে সারা ফেলে দিয়েছেন সমাজমাধ্যমের পাতায়। ৩১ অগস্ট তাঁরা মঞ্চে একটি গান গেয়েছিলেন, সেই গানের মাধ্যমে সরাসরি রাজনীতির পরিসরে ঢুকে পড়েছিলেন অভিনেতা ও তাঁর ব্যান্ড। তাঁদের কটাক্ষের নিশানায় উঠে এসেছিল দিলীপ ঘোষ, কুণাল ঘোষ থেকে শতরূপ ঘোষদের নাম। এই গান স্যোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই নেটদুনিয়া জুড়ে শুরু হয় জোর চর্চা। তবে এই গান কুনাল ঘোষ নিজে ভাগ করে নিয়েছিলেন। আর তা নিয়েই অনেকেই তাঁকে কটাক্ষ করতে, এবার একটি ভিডিয়ো পোস্ট করে মুখ খুললেন কুণাল।
কুণাল ঘোষ, দিলীপ ঘোষের পাশাপাশি অনির্বাণের কথা ও সুরের নিশানায় শতরূপ ঘোষও। যদিও কুণাল ঘোষের গলায় গায়কের সম্পর্কে প্রশংসাই শোনা গিয়েছে। ফেডারেশনের বিরুদ্ধে আদালতে মামলা করে সিনে দুনিয়ায় কোণঠাসা অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য । অভিনেতা সেটে এসে কোনও টেকনিশিয়ান আসবেন না তাই অভিনয় ও পরিচালনা থেকে খানিক দূরত্ব তৈরি হয়েছে অনির্বাণের। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তিনি। সৌজন্যে তাঁর গানের দল ‘হুলি গান ইজম’। কিছুদিন আগেই তাঁদের মেলার গান ছড়িয়েছিল ঝড়ের গতিতে। এবার এক কনসার্ট থেকে ভাইরাল অনির্বাণের গান। যে গানে তাঁর কটাক্ষের নিশানায় বাংলা রাজনীতির তিন ‘ঘোষ’- দিলীপ, কুণাল এবং শতরূপ ঘোষ ।
advertisement
advertisement
এই গান নিয়ে কুণাল ঘোষের মন্তব্য, ‘‘আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন অনির্বাণ ভট্টাচার্য তাঁর এই সর্বশেষ গানটিতে রাজনৈতিক নেতাদের নাম একটু তির্যক, একটু টিপ্পনী -সহ ব্যবহার করেছেন, সেটা কেমন লাগল? আর দুই হচ্ছে, আমি যেহেতু ভালই লেগেছে বলে পোস্ট করেছি, আমি কেন এটাকে ভালো বললাম? দেখুন অনির্বাণ ভট্টাচার্য তিনি অভিনেতা। তাঁর মঞ্চ অভিনয়, পর্দার অভিনয় আমি দেখেছি। কিন্তু এই গানটি সব মিলিয়ে ওঁদের যা পরিবেশনা তা দেখে আমার ভালই লাগছিল।’’
advertisement
কুণাল ঘোষ এদিন আরও বলেন, ‘‘অনির্বাণ যদি রাজনীতি ও সমকালীন ইস্যুকে গানে আনেন, সেক্ষেত্রে তিনি আনতেই পারেন। সেখানে আমার নাম রয়েছে। একটু তির্যক কিছু বিষয় রয়েছে। এই মজাটা তো নিতে হবে। দেখতে হবে ইস্যু তোলা, মজা, সেটা একটা জিনিস, আর ইচ্ছাকৃত ভাবে কেউ কাউকে অপমান করছে কিনা সেটা আর একটা জিনিস। আমার মনে হয়েছে অনির্বাণ ভট্টাচার্য ও তাঁর সহ শিল্পীরা যা করেছেন তার মধ্যে কোনও ইচ্ছাকৃত অপমানের উদ্দেশ্য নেই। তাহলে আমি খোলা মনে তাঁর চেষ্টাটাকে গ্রহণ করব না কেন? এই মজাটা নেওয়ার মানসিকতা কুণাল ঘোষের আছে।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘একটু তির্যক, একটু টিপ্পনী...তবে এই মজাটা নেওয়ার মানসিকতা আমার আছে', অনির্বাণের ‘হুলি গান ইজম’ নিয়ে মন্তব্য কুণালের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement