Kunal Ghosh-Sudip Banerjee: ফের তোপ! 'সুদীপের হাসপাতালের বিল মিটিয়েছিল কে?' পদ ছেড়েই আরও চাঁচাছোলা কুণাল
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
গতকাল নিজে থেকেই মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক পদ ছেড়েছেন কুণাল ঘো।। যদিও দল তার পদ ছাড়া নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি। তবে অন্য দলে নয়, তৃণমূল কংগ্রেসেই তিনি আছেন বলে জানিয়েছেন কুণাল।
কলকাতা: উত্তর কলকাতার সাংসদ তথা তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুক্রবারই ক্ষোভ উগরে দিয়েছিলেন কুণাল ঘোষ। শনিবার এক্স হ্যান্ডলে সুদীপের বিরুদ্ধে ফের তোপ দাগলেন তিনি।
উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ। তিনি লিখেছেন, ‘‘সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তাঁর হয়ে ভুবনেশ্বর অ্যাপোলো হাসপাতালের বিল মেটানোর নথি খতিয়ে দেখা প্রয়োজন। তিনি যখন বন্দি ছিলেন, তাঁকে বড় অঙ্কের টাকা দেওয়া হয়েছিল, না কি তাঁর হয়ে হাসপাতালের বিল কেউ মিটিয়ে দিয়েছিলেন, তদন্ত করতে দেখতে হবে। যদি প্রমাণ পাওয়া যায়, তবে কয়লা ‘দুর্নীতি’র সঙ্গে ওই টাকার যোগ থাকতে পারে। সে ক্ষেত্রে তদন্তের স্বার্থে সুদীপকে গ্রেফতার করা উচিত। যদি কেন্দ্রীয় সংস্থা এটি এড়িয়ে যায়, আমি আদালতের দ্বারস্থ হব।’’
advertisement
.@dir_ed @CBIHeadquarters
The bank accounts of Sudip Banerjee, MP and payments on behalf of him to Apollo, Bhubaneswar must be investigated.
When he was in custody, whether a large amount paid to him or paid to hospital on behalf of him or not, that should be probed. If it is…— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 2, 2024
advertisement
advertisement
প্রসঙ্গত গতকাল নিজে থেকেই মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক পদ ছেড়েছেন কুণাল ঘো।। যদিও দল তার পদ ছাড়া নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি। তবে অন্য দলে নয়, তৃণমূল কংগ্রেসেই তিনি আছেন বলে জানিয়েছেন কুণাল। এদিন দুপুরে তৃণমূলের ব্রিগ্রেড সমাবেশের আয়োজনের এক মিছিলেও তিনি যোগ দেবেন বলে জানিয়েছেন। শুক্রবারেই তিনি সুদীপের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। যদিও সুদীপ এই বিষয়ে তাঁর কোনো প্রতিক্রিয়া জানাননি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 02, 2024 11:33 AM IST