‘এখনও তো কনফার্ম হলেন না, RAC-তেই আছেন বিরোধী দলনেতা...’, সংহতি দিবসের মঞ্চেও কুণালের নিশানায় শুভেন্দু
- Published by:Siddhartha Sarkar
- Written by:Sanhyik Ghosh
Last Updated:
শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করেন কুণাল। তিনি বলেন, ‘‘যারা আগে বিজেপি হঠাও বলতো, তারাই এখন ইডি সিবিআই-এর ভয়ে বিজেপির দরজায়। শয়নে স্বপনে তারা অভিষেক অভিষেক দেখছে। এখন নাকি সনাতনী হিন্দু হয়েছে।’’
কলকাতা: একদিকে সংবিধানের রচয়িতা বি আর আম্বেদকরের মৃত্যুদিন ৷ পাশাপাশি বাবরি কাণ্ডের ৩০ বছর পূর্তি উপলক্ষে অন্যান্য বছরের মত সংহতি দিবস পালন করল তৃণমূল কংগ্রেস। কলকাতা শহরে মেয়ো রোডে গান্ধি মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের তরফে সংহতি দিবস পালনের কর্মসূচি নেওয়া হয়। উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ, জয়প্রকাশ মজুমদার, সায়নি ঘোষ-সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববর্গ। বিভিন্ন ধর্মের ধর্মগুরুরাও এই মঞ্চে উপস্থিত হয়ে সংহতির বার্তা দেন।
তবে সংহতি দিবসের মঞ্চ থেকেও বিজেপিকে সরাসরি আক্রমণই করেন তৃণমূলের নেতৃত্বরা। তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সংহতি দিবসের মঞ্চ থেকে কঠোর ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।
advertisement
কেন্দ্রীয় সরকারের পেট্রোল,ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়ানো এবং ব্যাঙ্কের সুদ কমানোকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারকে জনবিরোধী আখ্যা দেন কুণাল। তিনি আরও বলেন, ‘‘রাজ্যের সঙ্গে আর্থিক নীতিতে পাল্লা দিতে না পেরে, ধর্মে ধর্মে ভেদাভেদ করছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। আমরা সবাই একে অন্যের ধর্মকে সম্মান করি।’’
advertisement

শুধুমাত্র কেন্দ্রীয় সরকারকেই নয় পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কড়া ভাষায় আক্রমণ করেন কুণাল। তিনি বলেন, ‘‘যারা আগে বিজেপি হঠাও বলতো, তারাই এখন ইডি সিবিআই-এর ভয়ে বিজেপির দরজায়। শয়নে স্বপনে তারা অভিষেক অভিষেক দেখছে। এখন নাকি সনাতনী হিন্দু হয়েছে।’’
শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে এখনও পর্যন্ত কনফার্মই হননি বলে দাবি করেন কুণাল ঘোষ। এসবের পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মীদের উদ্দেশ্যে দলের বার্তা স্পষ্ট করলেন তিনি। বিরোধী কোনও জোট নিয়ে তৃণমূল কংগ্রেস যে ভাবতে চায় না সেই বিষয়টাই বুঝিয়ে দিতে চাইলেন কুণাল ঘোষ। তাঁর মতে বুথ পিছু ৫১ থেকে ১০০ শতাংশ ভোটের লক্ষ্যে পঞ্চায়েত নির্বাচনে নামতে চায় তৃণমূল কংগ্রেস। তাই ৪৯ শতাংশ পর্যন্ত ভোট যদি বিরোধীরা পায়ও সে ক্ষেত্রে তাদের জোট নিয়ে ভাবতে নারাজ তৃণমূল কংগ্রেস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2022 7:15 AM IST