Kunal Ghosh: 'দলের হোলটাইমার ২২ লাখের গাড়ি কিনছেন!' কুণালের নিশানায় শতরূপ

Last Updated:

Kunal Ghosh: ইঙ্গিতপূর্ণ ভাবেই কুণাল বলেন, পরে বেলা ১১ টা নাগাদ তিনি বিষয়টি জানাবেন।

কুণালের নিশানায় শতরূপ
কুণালের নিশানায় শতরূপ
কলকাতা: এবার তৃণমূল কংগ্রেসের নিশানায় বাম নেতা শতরুপ ঘোষ। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ সকালবেলা একটা ট্যুইট করেন। সেখানে তিনি এক নেতার গাড়ি সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তোলেন। যদিও তখনও সেই নেতার নাম নেননি। রহস্য ছিল। ইঙ্গিতপূর্ণ ভাবেই কুণাল বলেন, পরে বেলা ১১ টা নাগাদ তিনি বিষয়টি জানাবেন।
সকালে কুণাল প্রথম ট্যুইট করে বলেন, "২০২১ নির্বাচনী হলফনামায় মোট সম্পদ ২ লক্ষ টাকা। এখন এককালীন ২২ লক্ষ টাকা দিয়ে নতুন গাড়ি। এককালীন পেমেন্ট। আবার চাবি দেওয়ার সময়ে রীতিমাফিক ছবি না তুলতে অনুরোধও করা হয়েছে।"
advertisement
advertisement
এরপর বেলা এগারোটা বাজতেই তিনি ট্যুইট করে ফের জানিয়েছেন,"এই কি আমাদের পরিচিত শতরূপ? ২০২১ সালে নির্বাচনী হলফনামায় মোট সম্পদ ২ লক্ষ টাকা। এখন ২০২৩ সালে সানেই মোটর শোরুম থেকে মারুতি সুজুকির নতুন বিলাসবহুল মডেল গ্র্যান্ড ভিটারা কিনেছেন। দাম এবং আনুষঙ্গিক খরচ প্রায় ২২ লক্ষ টাকা দিয়ে। গাড়ির নম্বর WB06Y2230,গাড়ি শতরূপের নামে। এককালীন পেমেন্ট করেছে ক্রেতা।"
advertisement
কুণাল বলেন, "যদি এই শতরূপ সিপিএমের হন, তাহলে প্রশ্ন- ১) হোলটাইমার এত টাকা পেলেন কোথা থেকে? ২) যদি বাবা বা কোনও আত্মীয় দেন, তাহলে পেমেন্ট ওর নামে কেন? সরাসরি তাঁরা কিনতে পারতেন। ৩) হোলটাইমার এত টাকা ব্যাঙ্ক লোন পেতে পারে কি? ৪) হোলটাইমার ২২ লাখের গাড়ি কিনছেন, পার্টি জানে? ৫) সর্বহারার দলের হোলটাইমার কমরেডের ২২ লাখি বিলাসবহুল গাড়ি চড়ার শখ হবে কেন?"
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh: 'দলের হোলটাইমার ২২ লাখের গাড়ি কিনছেন!' কুণালের নিশানায় শতরূপ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement