Kunal Ghosh attacks Suvendu Adhikari|| 'ওঁদের মুখটাই নর্দমা, শকুনের চোখ ভাগাড়ে থাকে', শুভেন্দুর কটাক্ষকে পাল্টা বিঁধল তৃণমূল
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Kunal Ghosh attacks Suvendu Adhikari for Kolkata Waterlogged issue: দু,দিনের বৃষ্টিতে এখনও কলকাতায় কিছু এলাকা জলমগ্ন। এই নিয়ে এ বার শাসক দলকে (TMC) কটাক্ষ করলেন বিজেপি (BJP) বিধায়কশুভেন্দু অধিকারী।
#কলকাতা: সামান্য বৃষ্টি হলেই কলকাতা জলমগ্ন (Kolkata Waterlogged) হয়। এ অভিযোগ অনেকেরই। গত দু'দিনের নাগাড়ে বৃষ্টিতে শহরের উত্তর থেকে দক্ষিণ অনেক জায়গাই জল জমে বিপর্যস্ত। যদিও পুরসভার (KMC) তৎপরতায় বেশ কিছু এলাকার জল নেমে গিয়েছে। কিন্তু এখনও বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় জমে রয়েছে জল। আর এই নিয়ে এ বার শাসক দলকে (TMC) কটাক্ষ করলেন বিজেপি (BJP) বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দু বলেন, 'কলকাতা লন্ডন হয়ে যাওয়ার কথা ছিল। সামান্য বৃষ্টি হলেই সাধারণ মানুষ দেখছেন জল যন্ত্রণার কী শোচনীয় অবস্থা।'
নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির অন্যান্য নেতৃত্ব ভোটের আগেই প্রতিশ্রুতি দিয়েছিল, কলকাতাকে আদর্শ মহানগরী গড়ে তোলা হবে। কিন্তু তা সত্বেও শহরের নাগরিকরা তৃণমূল কংগ্রেসের ওপরই আস্থা রেখেছেন। যার ফল ভুগতে হচ্ছে'। শুভেন্দু অধিকারীর কথায়, ইয়াস পরবর্তী সময়ে বাংলার মানুষ 'দুয়ারে গঙ্গা' দেখেছিল। আর এখন দেখছেন 'দুয়ারে নর্দমা'র জল। ঠিক এই ভাষাতেই শহরের জল যন্ত্রণা নিয়ে শাসক দল তথা সরকারকে কটাক্ষ করলেন শুভেন্দু। এ প্রসঙ্গে শুভেন্দুকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। সংগঠনের অন্যতম সাধারণ সম্পাদক কুনাল ঘোষ (Kunal Ghosh) একেবারে চাঁচাছোলা ভাষায় শুভেন্দুকে 'দুয়ারে নর্দমার জল প্রকল্প' নিয়ে কড়া জবাব দেন।
advertisement
কুনাল ঘোষ বললেন, 'ওঁর মনটাই নর্দমা। যাদের মুখে নর্দমা, মনে নর্দমা তাঁরা তো তার বাইরে কিছু বলতে পারবেন না। চোখ না বদলালে মনের নর্দমা তো বেরিয়ে আসবেই।' তবে কুনাল ঘোষ এখানেই থেমে থাকেননি। শুভেন্দুকে খোঁচা দিয়ে কুনাল আরও বলেন, 'শকুনের চোখ তো সব সময় ভাগাড়েই থাকে'। বৃষ্টিতে কলকাতার জল জমা প্রসঙ্গে কুণাল ঘোষ দায়ী করেন শুভেন্দুকেই। তাঁর প্রশ্ন, শহরের জল জমার অন্যতম কারণ খাল সংস্কার না হওয়া। তিনি দীর্ঘদিন সেচমন্ত্রী ছিলেন কেন খাল সংস্কারে উদ্যোগী হননি তিনি? খাল সংস্কার করতে কে বারণ করেছিল? কেন কলকাতার খাল গুলির এই বেহাল দশা? শুভেন্দু অধিকারীকেই তার জবাব দিতে হবে।
advertisement
advertisement
VENKATESWAR LAHIRI
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 31, 2021 2:13 PM IST