Kunal Ghosh: CPIM-এর ব্রিগেডে 'এঁরা' কারা! বিস্ফোরক অভিযোগ কুণাল ঘোষের! ৯৯%ই 'মুখোশধারী'? তুঙ্গে শোরগোল
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kunal Ghosh: নিজের এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লিখেছেন, ''আবার বলছি, যাঁরা আজ সিপিএমের ব্রিগেডে যাবেন, বড় বড় কথা বলবেন, তাঁরা 99%ই বিজেপিকে ভোট দিয়েছেন, দিচ্ছেন।''
কলকাতা: রবিবার বিকেল তিনটেয় সিটু, কৃষক সভা, খেত মজুর সংগঠন ও বস্তি সংগঠন, বামেদের এই চারটি গণসংগঠনের আহ্বানে ব্রিগেডে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। অতীতে এই ভাবে শ্রমিক–কৃষক সংগঠনের ব্যানারে বামেরা ব্রিগেড সমাবেশ করেনি। ফলে এ দিনের ব্রিগেড সভার দিকে নজর রয়েছে বাংলার রাজনৈতিক মহলের। এরই মধ্যে বামেদের ব্রিগেড নিয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
নিজের এক্স হ্যান্ডেলে কুণাল লিখেছেন, ”আবার বলছি, যাঁরা আজ সিপিএমের ব্রিগেডে যাবেন, বড় বড় কথা বলবেন, তাঁরা 99%ই বিজেপিকে ভোট দিয়েছেন, দিচ্ছেন। সভায় সামান্য কিছু লোক দেখানোটা বড় কথা নয়, এঁরাই ফিরে গিয়ে বিজেপিকে ভোট দেন। আগেও একাধিকবার এটা ভোটের অঙ্কে প্রমাণিত। ফলে, আজকের ছবির ক্যাপশন: মঞ্চ সিপিএমের, ভোটার বিজেপির। এটা মুখোশধারী রামবামের ব্রিগেড।” (বানান অপরিবর্তীত)
advertisement
আবার বলছি, যাঁরা আজ সিপিএমের ব্রিগেডে যাবেন, বড় বড় কথা বলবেন, তাঁরা 99%ই বিজেপিকে ভোট দিয়েছেন, দিচ্ছেন। সভায় সামান্য কিছু লোক দেখানোটা বড় কথা নয়, এঁরাই ফিরে গিয়ে বিজেপিকে ভোট দেন। আগেও একাধিকবার এটা ভোটের অঙ্কে প্রমাণিত। ফলে, আজকের ছবির ক্যাপশন: মঞ্চ সিপিএমের, ভোটার…
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 20, 2025
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০১১ সাল থেকে বিরোধী আসনে রয়েছে বামেরা। কিন্তু ২০১১ সাল থেকেই সিপিএমের ‘রক্তক্ষরণ’ অব্যাহত। প্রতি ভোটে তাঁদের ভোটের শতাংশ ক্রমশ কমেছে। আর ভোট বেড়েছে বিরোধী বিজেপির। ফলে বামেদের ভোট যে বিজেপি অনেকাংশেই ছিনিয়ে নিয়েছে, তা এক কথায় স্পষ্ট। এবার সেই প্রসঙ্গ টেনেই বামেদের ব্রিগেড সমাবেশকেও কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
advertisement
তবে, বামেদের ব্রিগেডের সাফল্য কামনা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, ‘আমি চাই বামেদের এই ব্রিগেড সফল হোক। বামেরা কখনও সাম্প্রদায়িক রাজনীতি করেনি। এখন তা আমরা দেখতে পাচ্ছি। তাই চাই ওদের ব্রিগেড সফল হোক।’ আবার, বামেদের ব্রিগেডের সাফল্য কামনা করেছেন ISF নেতা নওশাদ সিদ্দিকিও। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘খেটে খাওয়া-মেহনতি মানুষের ব্রিগেড। সফলতা কামনা করি।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 20, 2025 3:20 PM IST