Minakshi Mukherjee: এবারের ব্রিগেডে বক্তা নন মীনাক্ষী মুখোপাধ্যায়! কেন? সামনে চলেই এল 'বড়' কারণ! মুষড়ে পড়ল ছাত্র-যুবরা

Last Updated:

Minakshi Mukherjee: প্রবীণ বাম নেতা রবীন দেব বলেছেন, ''এবারের ব্রিগেডের ডাক সিটু, কৃষক সভা, খেত মজুর সংগঠন ও বস্তি সংগঠনগুলি দিয়েছে।''

এবার বক্তা নন 'ক্যাপ্টেন'
এবার বক্তা নন 'ক্যাপ্টেন'
কলকাতা: তাঁর মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্যের ছায়া দেখেছেন খোদ বিমান বসু৷ সর্বসমক্ষে বলেওছেন সে কথা৷ মধ্য তিরিশের আপাদমস্তক আটপৌড়ে মেয়েটার মেঠো উচ্চারণে বক্তৃতা একুশের বিধানসভা নির্বাচনের আগে চোখ টেনেছিল সকলেরই৷ ‘হট সিট’ নন্দীগ্রামের মমতা-শুভেন্দুর দ্বৈরথের মাঝখানে আলাদা করে রাজ্যজুড়ে পরিচিতি পেয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়৷ যা বড় একটা কম কথা নয়৷ ঘরে-বাইরে তাঁকেই ‘ক্যাপ্টেন’ বলে তুলে ধরছে সিপিএম৷ ব্যানারে, কাটআউটে তাঁর উপস্থিতি সুস্পষ্ট৷ কিন্তু এবার বামেদের ব্রিগেডে বক্তা তালিকাতেই নেই সেই মীনাক্ষীর নাম! কেন?
প্রবীণ বাম নেতা রবীন দেব বলেছেন, ”এবারের ব্রিগেডের ডাক সিটু, কৃষক সভা, খেত মজুর সংগঠন ও বস্তি সংগঠনগুলি দিয়েছে। মীনাক্ষী এই সংগঠনগুলির অংশ নন। তাঁর বক্তব্য রাখার কথা ছিলও না।’ তবে, সিপিআইএমের একটি অংশের দাবি, ব্রিগেড সমাবেশের বক্তা তালিকা থেকে শেষ মুহূর্তে বাদ পড়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম।
advertisement
advertisement
সূত্রের খবর, আগে তালিকায় জায়গা হলেও শেষ মুহূর্তে কেটে দেওয়া হয়েছে মীনাক্ষীর নাম। রবিবারের ব্রিগেড সিপিএম তথা বামেদের শ্রমিক, কৃষক, খেতমজুর সংগঠনগুলি ডাক দিয়েছে। অথচ সেখানে মীনাক্ষীর জায়গা নেই, এই খবরে সিপিএমের অন্দরেই শুরু হয়েছে কানাঘুষো।
দলের একাধিক নেতা তাঁকে ‘ক্যাপ্টেন’ বললেও নিজেকে অবশ্য এখনই ‘ক্যাপ্টেন’ মনে করতে নারাজ মীনাক্ষী৷ কোনও রাখঢাক না রেখেই তিনি বারবার বলেছেন, “আমি তো ক্যাপ্টেন নই। আমাদের ক্যাপ্টেন আমাদের গঠনতন্ত্র, আমাদের আদর্শ, আমাদের নীতি।” সেই ক্যাপ্টেন এবার বক্তব্য রাখবেন না ব্রিগেডে। বামেদের ছাত্র-যুবদের মধ্যে মীনাক্ষীর গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। সেই মীনাক্ষীই বক্তা তালিকায় না থাকায় মন ভেঙেছে অনেক ছাত্রযুব নেতা-কর্মীরই।
advertisement
জানা গিয়েছে, এবারের ব্রিগেডের সমাবেশের বক্তা তালিকায় রয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ছাড়াও অনাদি সাহু, নিরাপদ সর্দার, বন্যা টুডু, অমল হালদার ও সুখরঞ্জন দে প্রমুখ পার্টির শ্রমিক, কৃষক ও খেতমজুর সংগঠনের নেতারা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Minakshi Mukherjee: এবারের ব্রিগেডে বক্তা নন মীনাক্ষী মুখোপাধ্যায়! কেন? সামনে চলেই এল 'বড়' কারণ! মুষড়ে পড়ল ছাত্র-যুবরা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement