Kunal Ghosh: বিজেপি ছেড়ে ফের তৃণমূলে আসছেন 'প্রভাবশালী নেতা'? কুণাল ঘোষের মন্তব্যে তুমুল জল্পনা

Last Updated:

Kunal Ghosh: মাস কয়েক আগেই টেন্ডার দুর্নীতি মামলায় অর্জুন সিংকে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।

কার কথা বললেন কুণাল ঘোষ?
কার কথা বললেন কুণাল ঘোষ?
কলকাতা: ফের কি ফুল বদল হবে অর্জুন সিংয়ের? জল্পনা উস্কে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। অর্জুন সিংকে নিয়ে কুণাল বলেন, ”জঙ্গি, অস্ত্র এই সব নিয়ে আমার জ্ঞান কম। অর্জুন সিংয়ের জ্ঞান এতে বেশি৷ বিজেপিতে থাকলে কিছু অতিরিক্ত যোগ করে বলতে হয়৷ তবে উনি আগামী বছর আবার কোন দলে থাকে, সেটা দেখুন। অতীতে তো ওঁর দলবদল বারবার দেখা গিয়েছে। তাই পরের জানুয়ারিতে অর্জুন সিং কোথায় থাকেন, সেটাই দেখার।”
প্রসঙ্গত, মাস কয়েক আগেই টেন্ডার দুর্নীতি মামলায় অর্জুন সিংকে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। হাজিরা দিলেও সিআইডি দফতরে তিনি কিচ্ছুটি মুখে দেননি। চা-কফি তো দূরের কথা, জলও স্পর্শ করেননি। তিনি আশঙ্কা করেন, ‘‘বাইরে থেকে আনা রাশিয়ান বিষ বা অন্য কিছু কেমিক্যাল মিশিয়ে দেওয়া থাকতে পারে পানীয়ে, যার ফলে ধীরে ধীরে মৃত্যু হতে পারে। এমনকি, চেয়ারের পাশে কিছু স্প্রে করা হলেও কিছু দিন পর মারা যেতে পারেন ওই ব্যক্তি।’’
advertisement
advertisement
ভবানী ভবনে সিআইডি তাঁকে জেরার সময় ‘রাশিয়ান রাসায়নিক’ প্রয়োগ করে থাকতে পারে বলে সন্দেহও প্রকাশ করেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সে জন্য স্বাস্থ্যপরীক্ষা করাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে যান তৃণমূল থেকে বিজেপিতে ফেরা অর্জুন। তিনি জানিয়েছিলেন, বাইপাসের ধারে একটি হাসপাতালে পরীক্ষা করিয়েছেন। শরীরে বিষক্রিয়ার প্রমাণ পেলে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলাও করবেন বলে জানিয়েছিলেন তিনি। এহেন পরিস্থিতিতে অর্জুনের তৃণমূলে ফেরা নিয়ে ফের জল্পনা উসকে দিলেন কুণাল ঘোষ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh: বিজেপি ছেড়ে ফের তৃণমূলে আসছেন 'প্রভাবশালী নেতা'? কুণাল ঘোষের মন্তব্যে তুমুল জল্পনা
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement