PAC Chairman Controversy: মুকুলের পদত্যাগপত্র গৃহীত, পিএসি চেয়ারম্যান পদে এবার দল বদল করা এই বিধায়ক?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শেষ পর্যন্ত কৃষ্ণ কল্যাণীকে চেয়ারম্যান পদে বসালে মুকুলের মতো তাঁকে নিয়েও যে জটিলতার সৃষ্টি হবে, তা একরকম নিশ্চিত৷
#কলকাতা: প্রত্যাশিত ভাবেই পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায়ের পদত্যাগপত্র গ্রহণ করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ এ দিন অধ্যক্ষ নিজেই সেকথা জানিয়েছেন৷ পদত্যাগপত্র গ্রহণের আগে মুকুল রায়ের সঙ্গে ফোনেও কথা বলেন স্পিকার৷
কিন্তু মুকুল রায়ের জায়গায় কে হবেন নতুন পিএসি চেয়ারম্যান? শাসক দল সূত্রে খবর, মুকুল রায়ের জায়গায় পিএসি চেয়ারম্যান পদে নিয়ে আসা হতে পারে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে৷ মুকুল রায়ের মতোই কৃষ্ণ কল্যাণীও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি-র টিকিটে জয়ী হয়েছিলেন৷ পরে দলবদল করে নিজের পুরনো দল তৃণমূলে ফেরেন তিনি৷
শেষ পর্যন্ত কৃষ্ণ কল্যাণীকে চেয়ারম্যান পদে বসালে মুকুলের মতো তাঁকে নিয়েও যে জটিলতার সৃষ্টি হবে, তা একরকম নিশ্চিত৷ কারণ খাতায় কলমে বিজেপি বিধায়ক হলেও কৃষ্ণ কল্যাণী এখন তৃণমূলে৷ ফলে, বিজেপি পিএসি চেয়ারম্যান পদে যে মুকুলের মতোই তাঁকেও মানবে না, তা ধরে নেওয়াই যায়৷
advertisement
advertisement
রীতি অনুযায়ী, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি চেয়ারম্যানের পদটি বিরোধী দলের কাউকেই দেওয়া হয়৷ মুকুল রায় তৃণমূলে যোগ দিলেও তাঁকেই প্রথমে এই পদে বসানো হয়৷ বিজেপি যে সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে৷ মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান পদ থেকে সরাতে মামলা গড়ায় আদালত পর্যন্ত৷ যদিও মুকুল রায় বিজেপি-তেই আছেন বলে নিজের রায়ে জানিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ৷
advertisement
তবে বিজেপি আপত্তি করলেও পিএসি কমিটিতে সংখ্যার নিরিখে কৃষ্ণ কল্যাণীর চেয়ারম্যান পদে বসা একরকম নিশ্চিত৷ এ দিন বিধানসভায় অধ্যক্ষের ঘরেই তাঁর সঙ্গে কথা বলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মুখ্য সচেতক নির্মল ঘোষ৷ পদত্যাগের পর মুকুল রায় পিএসি কমিটির সদস্যও থাকলেন না৷ তাঁর জায়গাতেই বিজেপি বিধায়ক হিসেবে কৃষ্ণ কল্যাণীকে অন্তর্ভুক্ত করা হবে৷ পিএসি চেয়ারম্যান হিসেবে কৃষ্ণ কল্যাণীর নাম ঘোষণা এখন সময়ের অপেক্ষা মাত্র৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 28, 2022 6:33 PM IST