কৌশিক ঘোষের বই উদ্বোধনে হাজির মনোজ তেওয়ারি, শুভাপ্রসন্ন

Last Updated:

কৌশিক একাধারে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেডের সিওও, পর্যটক, প্রশিক্ষক, লেখক, রেডিও উপস্থাপক এবং কলামিস্ট।

#কলকাতা: 'ম্যান অফ দ্য ম্যাচ: লাইফ অফ এ কমন ম্যান'। নিজের জীবনের গল্প নিয়ে কলম ধরলেন লেখক কৌশিক ঘোষ। অক্সফোর্ড বুকস্টোরে এই বইপ্রকাশে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুবমন্ত্রী মনোজ তেওয়ারি, বিশিষ্ট শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য-সহ আরও অনেকে। ষষ্ঠ শ্রেণি থেকে প্রথম চাকরি পর্যন্ত কৌশিকের জীবনকাহিনি নিয়েই এই বই। যেখানে তাঁর প্রতিটি সংগ্রাম, আশা, হতাশা এবং কঠোর পরিশ্রমের কথা বলা হয়েছে।
কৌশিক একাধারে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেডের সিওও, পর্যটক, প্রশিক্ষক, লেখক, রেডিও উপস্থাপক এবং কলামিস্ট। বুক লঞ্চে 'ম্যান অফ দ্য ম্যাচ: লাইফ অফ এ কমন ম্যান'-এর বাংলা সংস্করণের উদ্বোধন করা হয়েছে এবং শীঘ্রই একটি ইংরেজি সংস্করণ প্রকাশ পাবে।
advertisement
advertisement
অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজলক্ষ্মী শ্যাম, একজন বিশিষ্ট পিয়ানোবাদক, ফ্যাশন ডিজাইনার, একজন বিজনেস কনসালটেন্ট এবং উইমেনস ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের রাজ্য সভাপতি। অভিনেত্রী পায়েল সরকার এবং শুভাশিস চক্রবর্তী (ডিটিডিসি কুরিয়ার অ্যান্ড কার্গো লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক) লেখকের শুভ কামনা করে বইটির পর্যালোচনার ভিডিও পাঠিয়েছেন। রাজলক্ষ্মী সকল সম্মানিত অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তার পরে বইয়ের উদ্বোধন শুরু হয়।
advertisement
কৌশিকের কথায়, ''লেখক হওয়া আমার ছোটবেলার স্বপ্ন। ১৩ বছর ধরে এই বইটি লিখছি। যদি এটি একজন ব্যক্তিকেও অনুপ্রাণিত করতে পারে, তবে বুঝব আমার কাজ সম্পন্ন।''
ইভেন্টের মডারেটর রাজলক্ষ্মী শ্যাম বইটি সম্পর্কে বলেন, ''জীবন গোলাপের শয্যা নয় কিন্তু আমাদের নিরন্তর প্রচেষ্টা এবং আশার আলোয় সহজ হয়ে যায়। চার্লস ডারউইন যেমন বলেছিলেন, 'সারভাইভাল অফ দ্য ফিটেস্ট', কৌশিকও তেমনই তাঁর বইয়ে লিখেছেন, তাঁর অপ্রতিরোধ্য সংগ্রাম এবং বাধা মোকাবিলা করার ক্ষমতা অবশেষে তাঁকে বেড়ে উঠতে সাহায্য করেছে!”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কৌশিক ঘোষের বই উদ্বোধনে হাজির মনোজ তেওয়ারি, শুভাপ্রসন্ন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement