কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন
Last Updated:
এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷
প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ বুধবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
দুই ক্ষতের আড়ালেই সূত্র আবেশ-রহস্যের
বাঁ বগলে গভীর ক্ষত। বাঁ হাতের তেলো ও ডান হাতের একটা আঙুলেও তা-ই। তিনটি ক্ষতই হয়েছে কাচের ভাঙা টুকরোয়। আবেশ দাশগুপ্তের মৃত্যুরহস্য উদ্ঘাটনের তাগিদে তদন্তকারীদের নজর এখন তেলো ও আঙুলের ক্ষত দু’টির দিকে। তাঁরা জানতে চাইছেন, ক্ষত দু’টি কেন হল। ভাঙা কাচের উপরে পড়ে গিয়ে, নাকি কোনও আক্রমণ ঠেকাতে গিয়ে? ‘‘এটা পরিষ্কার হলেই বোঝা যাবে, ঘটনাটি খুন না অনিচ্ছাকৃত খুন, নাকি নিছক দুর্ঘটনা।’’— মঙ্গলবার বলেছেন লালবাজারের এক সূত্র।
advertisement
advertisement
কী ভাবে আঘাত, বয়ান মেলাচ্ছে পুলিশ
জন্মদিন ছিল ২৪ জুলাই, রবিবার। কিন্তু পার্টি শুরু হয়ে গিয়েছিল তার আগের দিন, অর্থাৎ শনিবারেই। আর সেই পার্টির সন্ধ্যাতেই সানি পার্ক আবাসন থেকে মেলে আবেশ দাশগুপ্তর দেহ। আবাসনের একাধিক জায়গায় জমাট রক্ত পড়ে থাকতে দেখা যায়। এই অস্বাভাবিক মৃত্যুর তদন্তে আবাসনের নিরাপত্তারক্ষী, গাড়ির চালকদের একাংশের সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য উঠে এসেছে। ওই পার্টিতে থাকা আবেশের বন্ধুরাও সবাই পুলিশের কাছে বয়ান দিয়েছে। যে বন্ধুটি তাকে ওই পার্টিতে নিয়ে গিয়েছিল, বয়ান দিয়েছে সে-ও। এই সব বয়ান মিলিয়ে সেই সন্ধ্যার একটা ঘটনা পরম্পরা তৈরির চেষ্টা করছে লালবাজার।
advertisement
সিপিএমের নেতা, তাই চাষ বন্ধ দেবের জ্যাঠার
তাঁর পা ছুঁয়ে ভোট প্রচার শুরু করেছিলেন তৃণমূলের তারকা-সাংসদ। তাই বলে তাঁকে রেয়াত করতে নারাজ এলাকার তৃণমূলী দাদারা। তিনি সিপিএম করেন যে! দেবের জ্যাঠা, কেশপুরের মহিষদার বাসিন্দা শক্তিপদ অধিকারীর অভিযোগ, শাসক দলের ফতোয়ায় এ মরসুমে তাঁর চাষ বন্ধ। তৃণমূলের স্থানীয় নেতারা তাঁকে যে ছয় বিঘা জমিতে চাষ না-করার হুঁশিয়ারি দিয়েছেন, তার মধ্যে তিন বিঘা আবার দেবের বাবা গুরুপদ অধিকারীর। সেই জমি অবশ্য চাষ করেন শক্তিপদবাবুই।
advertisement
জয়া থেকে ডিম্পল, মমতার গল্পসল্প
বাইরে অঝোর বৃষ্টি, ভিতরে রজনীকান্তের গান। সঙ্গে গরম কাটলেট আর চা। আড্ডার মেজাজেই কখনও দলীয় সাংসদদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া অথবা অন্য দলনেতাদের সঙ্গে কুশল বিনিময়। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ার পর আজ প্রথম সংসদ-সফরটি এ ভাবেই কাটল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আসবেন বলে সকাল থেকেই তৃণমূলের গোটা টিম তৈরি ছিল! ছিল হলুদ এবং লাল গোলাপ দিয়ে তাঁকে সংসদীয় পার্টি অফিসে সংবর্ধনা জানানোর প্রস্তুতিও। ডেরেক ও ব্রায়েন থেকে সুব্রত বক্সী, সবাই দুপুর বাড়ে বারোটা থেকেই মূল ফটকের সামনে সিঁড়িতে অপেক্ষা করতে থাকেন।
advertisement
বন্ধুদের কথায় অসঙ্গতি, লালবাজারে জেরা, নিয়ে যাওয়া হবে ঘটনাস্থলেও
বালিগঞ্জের সানি পার্ক আবাসনে বার্থ ডে পার্টিতে হাজির কিশোর-কিশোরীরা লালবাজারের জিজ্ঞাসাবাদের মুখে পড়ল। মঙ্গলবার এমন আটজনকে দীর্ঘ সময় জেরা করার পর প্রত্যেকের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর। ফলে আবেশ দাশগুপ্তের মৃত্যুরহস্য জটিল থেকে জটিলতর হয়েছে। মূলত দুটি জায়গায় একজনের বয়ানের সঙ্গে অন্যজনের বয়ানের ফারাক থেকে যাওয়ায় তদন্তকারী অফিসারদের চিন্তা বেড়েছে। আর এই বিষয়টিকে হাতিয়ার করেই তদন্তে এগতে চাইছেন তাঁরা। পাশাপাশি জন্মদিনের পার্টিতে যারা হাজির ছিল, তাদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে বিবরণ জানতে চাওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
advertisement
৯ জঙ্গিকে নিকেশ করে ঢাকায় নাশকতার চেষ্টা ব্যর্থ করল পুলিশ
মঙ্গলবার কাকভোরে বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে কল্যাণপুরের জঙ্গি ঘাঁটিতে অভিযান চালিয়ে ৯ জনকে গুলি করে মারল র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব), ঢাকা পুলিশ এবং ঢাকা পুলিশেরই বিশেষ প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী সোয়াত। গোয়েন্দা সূত্রে খবর পেয়েই সোমবার মধ্য রাতে সেখানে অভিযান চালায় র্যা ব। পুলিশের আইজি একেএম শহিদুল হক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তাকে হাসপাতালে ভরতি করা হয়েছে। জানা গিয়েছে ওই জঙ্গির নাম। ঢাকা মেডিকেলের রেজিস্ট্রি খাতায় হাসানের বাবার নাম লেখা হয়েছে রেজাউল করিম।
advertisement
বিকল্প জোট গড়তে দিল্লিতে সক্রিয় মমতা
রাজ্যের ব্যাপারে কেন্দ্রের হস্তক্ষেপ এবং রাজ্যকে কোনও কিছু না জানিয়েই প্রকল্প ঘোষণা করে দেওয়ার বিরোধিতা করতে মোদির সঙ্গে একান্ত বৈঠকের সময় চাইলেন মমতা বন্দ্যেপাধ্যায়। এখনও পর্যন্ত সময় পাওয়া যায়নি। তবে আগামীকাল মোদি-মমতা বৈঠক হবে বলে খবর। তবে দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকের প্রস্তুতির পাশাপাশি কেন্দ্রীয় রাজনীতিতে বিকল্প ফ্রন্টের কারিগর হতে দিল্লিতে সক্রিয় হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রেও লক্ষ্য আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনের আগেই জাতীয় স্তরে একটা সার্বিক বিরোধী জোট গড়া।
তিস্তার সাড়ে ৩ কিলোমিটার বাঁধে অসংখ্য ফাটল ধরায় আতঙ্ক
জলপাইগুড়ি শহরের তিস্তা পাড়ের জুবিলি পার্ক থেকে বালাপাড়া পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার বাঁধের অসংখ্য জায়গায় ফাটল ধরায় আতঙ্ক ছড়িয়েছে। অন্যদিকে, বিবেকানন্দপল্লি থেকে সারদাপল্লি পর্যন্ত ব্যাংক প্রোটেকশন ওয়াল জুড়ে অসংখ্য ফাটল ধরায় স্থানীয় বাসিন্দারাও শঙ্কিত। এনিয়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। অভিযোগ, দীর্ঘদিন থেকে বাঁধ ও ব্যাংক প্রোটেকশন ওয়ালের মেরামত ও রক্ষণাবেক্ষণ না হওয়ায় এই ফাটল ধরেছে। এতে বাঁধ দুর্বল হয়ে পড়েছে।
অভিযাত্রীদের নিয়মে বাঁধছে রাজ্য
বাঙালির শৃঙ্গ অভিযানকে ঘিরে একের পর এক দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনায় নিয়ন্ত্রণের পথে হাঁটল উদ্ধিগ্ন রাজ্য সরকার ৷ এই মর্মে সাত দফা নির্দেশিকা জারি করেছে যুবকল্যাণ দপ্তর ৷
সমরের যকৃতে খোঁজ জীবনের মাধুরীর
সমর চক্রবর্তীর যকৃৎ চলল মাধুরী সাহার শরীরে ৷ সমরবাবুর ‘ব্রেন ডেথ’ হয়েছে ৷ কিন্তু তাঁর যকযতে আছে প্রাণের সাড়া ৷তাই সময় নষ্ট না করে যকৃৎ প্রতিস্থাপনে সম্মত হয়েছেন পরিবারের লোকজন ৷
বেশি রাতে জেরা আবেশের বন্ধুদের
আবেশ দাশগুপ্ত রহস্যমৃত্যুর ৭২ ঘণ্টা পর দীর্ঘ জেরার মুখে পড়ল তার বন্ধুরা ৷ মঙ্গলবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত লালবাজারে ডেকে জেরা করা হয় তার সাত বন্ধুকে ৷
দিল্লি দখলে নীতিশই কি বাজি দিদির
নতুন কোনও রাজনৈতিক ফ্রন্ট হলে নেতৃত্বে থাকার কোনও ইচ্ছেই নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ নিজেকে ‘পিছনের সারিতে বসা লোক’ বলে উল্লেখ করে তিনি বল ঠেলে দিয়েছেন নীতিশ কুমারের কোর্টে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 27, 2016 10:17 AM IST