এখনই সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও প্রকাশ্যে নয়
Last Updated:
পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক চালানোর ভিডিও প্রতিরক্ষা দফতরের হাতে তুলে দিল সেনাবাহিনী।
#নয়াদিল্লি: পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক চালানোর ভিডিও প্রতিরক্ষা দফতরের হাতে তুলে দিল সেনাবাহিনী। প্রায় দেড় ঘণ্টার ওই ডিভিও প্রকাশ্যে আনা নিয়ে আপত্তি জানায়নি সেনা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকও বসে। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে রিপোর্টও পেশ করা হয়। এখনই কোনও ভিডিও প্রকাশ্যে আনা হচ্ছে না বলে কেন্দ্রীয় মন্ত্রিসভা সূত্রে খবর। যদিও, ভিডিও প্রকাশের বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রীর দফতর।
সার্জিক্যাল স্ট্রাইকের পর, প্রথম থেকেই তা অস্বীকার করে আসছে পাকিস্তান। এমনকি আন্তর্জাতিক মহলের সামনেও বারবার একই কথা তুলেছে। প্রথমে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা নিয়ে একতা দেখিয়েছিল কংগ্রেস সহ বিরোধী দলগুলি। যদিও পরে সুরবদল করে প্রমাণ চেয়ে বসেছে তারা। তার জেরেই সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও প্রকাশ নিয়ে জল্পনা দেখা দিয়েছে।
সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও প্রকাশ্যে নিয়ে আসার জন্য বিরোধীদের চাপ বেড়ে চলেছে ৷ সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রমাণ চেয়েছে বিরোধীরা ৷ এই বিষয়ে ও নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয় ৷ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রথম শ্রেণির মন্ত্রীরা ৷
advertisement
advertisement
কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত সেপ্টম্বর মাসে হওয়া সার্জিক্যাল অ্যাটাকের ভিডিয়ো প্রকাশ করার একদম পক্ষপাতী নয় ৷ উরি হামলার জবাবে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল অ্যাটাক চালিয়েছে ভারত ৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি, লঞ্চ প্যাড ৷ ভারতীয় সেনার হাতে নিকেশ বহু জঙ্গি ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 05, 2016 1:27 PM IST