এই মুহূর্তের সেরা দশটি খবর

Last Updated:

এই মুহূর্তের সেরা দশটি খবর

১. এখনই সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও প্রকাশ্যে নয়
পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক চালানোর ভিডিও প্রতিরক্ষা দফতরের হাতে তুলে দিল সেনাবাহিনী। প্রায় দেড় ঘণ্টার ওই ডিভিও প্রকাশ্যে আনা নিয়ে আপত্তি জানায়নি সেনা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকও বসে। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে রিপোর্টও পেশ করা হয়। এখনই কোনও ভিডিও প্রকাশ্যে আনা হচ্ছে না বলে কেন্দ্রীয় মন্ত্রিসভা সূত্রে খবর। যদিও, ভিডিও প্রকাশের বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রীর দফতর।
advertisement
২. পুজোয় কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
advertisement
পুজো শুরু ৷ নতুন জামা-কাপড় পরে, দ্বিতীয়া, তৃতীয়া থেকেই প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে পড়েছেন উৎসবের মানুষ৷ সকাল থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে অল্প বিস্তর ভিড় ৷ তবে উৎসবের আনন্দে বাধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া ৷ পুজোর প্ল্যানিংয়ে জল ঢালতে তেড়েফুঁড়ে প্রস্তুতি নিতে নেমে পড়েছে বর্ষাও ৷
advertisement
৩. ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের
ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের ৷ পেট্রোলের দাম বেড়েছে প্রতি লিটারে ৮ পয়সা ৷ ডিজেলের দাম বেড়েছে ১১ পয়সা লিটারে ৷ নতুন দাম মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকারী করা হয়েছে ৷
৪. চাঁদার জুলুমবাজি বন্ধে কড়া বার্তা রাজ্যের
চাঁদার জুলুমবাজি বন্ধে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। আজ টাস্ক ফোর্সের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, উৎসবের মরশুমে সবজি বা মাছের গাড়ি আটকে কোনওভাবেই চাঁদা তোলা নয়। উপযুক্ত পদক্ষেপ নিতে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন তিনি। শাকসবজির দর নিয়ন্ত্রণের বার্তাও দিয়েছেন ব্যবসায়ীদের।
advertisement
৫. ISL 2016: টুর্নামেন্টের শুরুতেই সতর্ক করা হল এটিকেকে !
তি বছর অ্যাটলেটিকো দি কলকাতাকে নিয়ে কোনও না কোনও বিতর্ক হবেই ৷ গত দু’বছর কোচ ছিলেন অ্যান্তনিও লোপেজ হাবাস ৷ মাঠের মধ্যে মেজাজ হারিয়ে ফেলাটা প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন ৷এর জন্য ‘ফেয়ার প্লে’-তে কখনই খুব বেশি নম্বর পায়নি টিম এটিকে ৷ দেখা যাচ্ছে কোচ বদলের পরেও পরিস্থিতি খুব একটা বদলায়নি ৷ কারণ চলতি মরসুমের শুরুতেই নিয়ম ভাঙায় আবার কাঠগোড়ায় অ্যাটলেটিকো দি কলকাতা ৷
advertisement
৬. বাজারে এল গুগলের প্রথম স্মার্টফোন ‘পিক্সেল’
অ্যাপেলকে টেক্কা দিতে বাজারে নিজেদের প্রথম স্মার্টফোন পিক্সেল নিয়ে এল সার্চ ইঞ্জিন জায়েন্ট গুগল ৷ ভারতে পিক্সেলের বুকিং শুরু হবে ১৩ অক্টোবর থেকে ৷ ফ্লিপকার্ট, ক্রোমা, রিল্যায়েন্স ডিজিটাল স্টোর থেকে গ্রাহকরা এই ফোন কিনতে পারবেন ৷ ভারতের এই ফোনটির মূল্য মাত্র ৫৭,০০০ টাকা ৷ মঙ্গলবার সান ফ্রান্সিসকোয় নিজেদের স্মার্টফোন প্রকাশ করে
advertisement
৭. হাইকোর্টের রায়ে মদনের প্রাপ্তি স্বস্তি ও আফসোস
পুজোয় বাড়ি ফেরা হল না মদনের ৷ তবে হাইকোর্টের রায়ে উৎকণ্ঠার বদলে বরং স্বস্তিতেই পুজোটা কাটবে মদনগোপাল মিত্রের ৷ জামিনে মু্ক্তি পাওয়া মদন মিত্রকে গৃহবন্দি করার ও নজরদারি চালানোর সিবিআই-এর দুই আবেদনকেই বুধবার খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ ফলে পুজোয় বাড়ি ফেরা না হলেও ভবানীপুর এলাকার মধ্যে অবাধেই চলাফেরা করতে পারবেন মদন মিত্র ৷
advertisement
৮. ৩ বছর ধরে চিকিত্সক পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ভুয়ো চিকিত্সক
৩ বছর ধরে চিকিত্সক পরিচয়ে প্রতারণা ৷ বিধাননগরের সুকান্তনগর থেকে গ্রেফতার করা হয় ৷ ধৃতের নাম পরিতোষ চক্রবর্তী ৷ চেম্বার খুনে চলে দেদার রোগী দেখা ৷ দিতেন ফিট সার্টিফিকেট, বিপত্তি সেখানেই ৷ নার্কোটিক বিভাগের এক অফিসারকে দেন সার্টিফিকেট ৷ সার্টিফিকেট পেয়ে সন্দেহ হয় নার্কোটিক কর্তাদের ৷ বিধাননগর দঃ থানাকে বিষয়টি জানান তিনি ৷ তদন্তে নেমেই পুলিশের জালে ভুয়ো চিকিৎসক ৷
৯. চন্দননগর সরকারি কলেজে আগুন
চন্দননগর সরকারি কলেজে আগুন  ৷ আগুন লাগে কলেজের বোটানি বিভাগে ৷ দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ এসি থেকে আগুন লাগে বলে অনুমান  ৷
১০. সেক্টর ৫-এ স্কুলবাসে আগুন
সেক্টর ৫-এ স্কুলবাসে আগুন ৷ দাঁড়িয়ে থাকা স্কুলবাস ভস্মীভূত ৷ বাসের মধ্যে রান্না করার সময় আগুন ৷ সেক্টর ৫-এ উইপ্রোর কাছে ঘটনা ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
এই মুহূর্তের সেরা দশটি খবর
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement