এই মুহূর্তের সেরা ১০ টি খবর
Last Updated:
এই মুহূর্তের সেরা ১০ টি খবর
১.আজ রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফলপ্রকাশ
আজ প্রকাশিত হতে চলেছে রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফল ৷ এবছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ১৭ মে। পরীক্ষার ১৯ দিনের মাথায় ফল প্রকাশ দিচ্ছে ৷ রবিবার দুপুর দেড়টা নাগাদ ফল প্রকাশ করা হবে ৷
২.নিউ মার্কেটে UBI-এর শাখায় আগুন !
advertisement
রবিবার সকালে নিউ মার্কেটের ইউবিআই ব্যঙ্কের শাখায় আগুন লাগে ৷ আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন ৷ প্রচণ্ড ধোঁয়ায় আগুন নেভাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে দমকল বাহিনীকে ৷
advertisement
৩.বাড়ি থেকে পালিয়ে কলকাতায় বিহারের কিশোর
মোবাইল কিনে না দেওয়ায় বাবার ওপর অভিমান। বাড়ি থেকে পালিয়ে কলকাতায় বিহারের কিশোর। রাতে ভিক্টোরিয়ার সামনে ঘুরতে দেখে সন্দেহ হয় পুলিশের। জেরার মুখে স্বীকারোক্তি কিশোরের। পরিবারের সঙ্গে যোগাযোগ করে রাতারাতি কিশোরকে আত্মীয়দের কাছে ফিরিয়ে দেয় পুলিশ। ছেলেকে ফিরে পেয়ে কলকাতা পুলিশকে ধন্যবাদ পরিবারের।
advertisement
৪.‘ঘরে আগুন লাগলে ছুৎমার্গ নয়’, দলীয় কর্মীদের সূর্যকান্তের পরামর্শ
সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে ঠিক হবে, ভোটের পরেও এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট থাকবে কিনা। সেখানে জোটের পক্ষে জোরালো সওয়ালের প্রস্তুতিতে সূর্যকান্ত মিশ্র। সাধারণ সভায় তাঁর সওয়াল, ঘরে আগুন লাগার পর পাশে কে দাঁড়াল তা নিয়ে ছুৎমার্গ চলে না।
advertisement
৫.বীরভূমে তৃণমূল কর্মী খুনে ধৃত ১
বীরভূমে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শেখ রাজেশকে গ্রেফতার করেছে কাঁকড়তলা থানার পুলিশ ৷ আজ ধৃতকে দুবরাজপুর আদালতে পেশ করা হবে ৷
বড়রা গ্রামে খুন হন তৃণমূল কর্মী ৷
৬.আলিপুরদুয়ারে তরুণীর দেহ উদ্ধারে চাঞ্চল্য
আলিপুরদুয়ারে তরুণীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ মৃত তরুণী ভুটানের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ কীভাবে মৃত্যু ওই তরুণীর? তদন্তে জয়গাঁ থানার পুলিশ ৷ ঘটনাস্থলে রয়েছে ভুটান পুলিশও
advertisement
৭.মালদহে ‘আক্রান্ত’ প্রতিবাদী
বাড়ির সামনে মদ্যপানের প্রতিবাদ করায় মারধর করা হল এক সেনাকর্মীকে ৷ মদের বোতল দিয়ে আঘাত করা হয় তাকে ৷ মাথায় ও শরীরের নানা অংশে আঘাত পেয়েছেন তিনি ৷ ইংরেজবাজারের মিলকির ঘটনা ৷ জখম নাজের আলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
৮. দিঘায় ব্যাপক জলচ্ছ্বাস
advertisement
দিঘায় ব্যাপক জলচ্ছ্বাস ৷ ভরাকোটালের জেরে জল উঠল রাস্তায় ৷ রবিবার ছুটির দিনে আনন্দে মাতলেন পর্যটকরা ৷
৯. কোন্নগরে তৃণমূল কার্যালয়ে চুরি
গ্যাস কাটার দিয়ে জানলা ভেঙে কোন্নগরে তৃণমূল কার্যালয়ে চুরি ৷ টিভি-সহ বিভিন্ন নথিপত্র চুরি করা হয়েছে ৷ কোন্নগরের বাঁসাইয়ের ঘটনা ৷ তদন্তে কানাইপুর ফাঁড়ির পুলিশ ৷
advertisement
১০.ট্রাক উল্টে মৃত্যু বেশ কয়েকটি গবাদি পশুর
জলপাইগুড়ির রাজগঞ্জের বন্ধুনগরে দুর্ঘটনায় আহত ট্রাকচালক-সহ ৩ ৷ আহতের ভর্তি করা হয়েছে শিলিগুড়ি সদর হাসপাতালে ৷ বাংলাদেশে পাচার হচ্ছিল ট্রাকবোঝাই গরু ৷ পাচারের পথেই দুর্ঘটনা, দাবি স্থানীয়দের ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 05, 2016 9:58 AM IST