শরীরের কোন পরীক্ষাগুলি নিয়মিত করাবেন ?
Last Updated:
আমাদের সবার শরীরেই রয়েছে অনেকরকম সমস্যা ৷ কিন্তু শরীর খুব খারাপ না হলে আমরা কেউই ডাক্তারের কাছে যাই না ৷
#কলকাতা : আমাদের সবার শরীরেই রয়েছে অনেকরকম সমস্যা ৷ কিন্তু শরীর খুব খারাপ না হলে আমরা কেউই ডাক্তারের কাছে যাই না ৷ শরীরের চেক আপ করার কথা তো চিন্তাই করি না ৷ কিন্তু আমরা সবাই জানি যে নিয়মিত চেক আপ করাটা কতটা প্রয়োজন ৷ এর ফলে কোনও রোগ পরে ধরার পর থেকে আগেই ধরা পড়তে পারে ৷ নিয়ম করে আমাদের সবারই এই পরীক্ষাগুলি করা উচিত ৷ সেগুলো কী কী দেখে নিন একবার ৷
১. ব্রেস্ট ক্যানসার সাম্প্রতিককালে প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে ৷ এর জন্য নিয়মিত ম্যামোগ্রাম টেস্ট করানোটা খুবই জরুরি ৷ ৪০ বছরের পর থেকেই প্রত্যেক মহিলার ম্যামোগ্রাম টেস্ট করানো অত্যন্ত প্রয়োজন ৷ পরিবারে কারোর আগে ব্রেস্ট ক্যানসার হয়ে থাকলেও এই টেস্ট করানোটা আবশ্যক ৷
২. স্কাল্প থেকে পায়ের আঙুল পর্যন্ত ত্বকের পরীক্ষা করানো উচিত ৷ ত্বক ক্যানসারের ঝুঁকি এড়াতে এই পরীক্ষা বাধ্যতামূলক এখন ৷ সামান্য চুলকানি, খসখস, চামড়া উঠে যাওয়া থেকে শুরু করে গুটি ওঠা বা র্যাশ হলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেওয়া প্রয়োজন ৷
৩. আপনি কি জানেন যৌনাঙ্গে সংক্রমণ পুরুষের থেকে মহিলার বেশি হয় ? তাই কোনওরকম সমস্যা অনুভব হলেই গাইনোকলজিস্টের পরামর্শ নিন ৷
advertisement
advertisement
৪. কোলেস্টেরল বেড়ে যাওয়ার সমস্যা এখন ঘরে ঘরে ৷ এর থেকেই কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে ৷ তাই নিয়মিত কোলেস্টেরল পরীক্ষা করানো খুবই গুরুত্বপূর্ণ ৷ রক্তে কোলেস্টেরলের পরিমাণ বিশেষ করে LDL ও ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেড়ে গেলে হৃদরোগ ও স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 05, 2016 4:28 PM IST

