জনমুখী বাজেটে লক্ষ্য সাধারণ মধ্যবিত্ত

Last Updated:

৮ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। বাম আমলের ঋণের কথা মনে করিয়ে অর্থমন্ত্রী বললেন, টাকার অভাবে উন্নয়নের কাজ ব্যাহত হবে না।

#কলকাতা: ৮ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। বাম আমলের ঋণের কথা মনে করিয়ে অর্থমন্ত্রী বললেন, টাকার অভাবে উন্নয়নের কাজ ব্যাহত হবে না। তাঁর বাজেট ঘোষণায় কৃষি, গ্রামোন্নয়ন ও সমাজকল্যাণের খাতে বিশেষ জোর দেওয়া হয়েছে। ক্ষুদ্রশিল্পেও বিশেষ নজর দিয়েছে রাজ্য সরকার ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের দ্বিতীয় দফার প্রথম বাজেট। শুক্রবার বিধানসভায় ২০১৬-১৭ অর্থবর্ষের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র।
মোট ৫৭,৯০৫ কোটি টাকার রাজ্য বাজেট বিধানসভায় ৷ ৮ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ ৷ ৯,৬৭২ কোটি টাকার রাজস্ব ঘাটতি ৷
advertisement
বাম আমলের ঋণের কথা স্মরণ করিয়ে অর্থমন্ত্রী বলেন,  ৯৪,৫৩৩ কোটি টাকা ব্যয় হয়েছে ঋণ শোধে। ৫ বছরে সরকার ১,১৩,১০৪ কোটি টাকা ঋণ নিয়েছে। গ্রামোন্নয়ন, কৃষি ও কৃষি বিপণনে জোর দিয়েছেন অর্থমন্ত্রী। দেখে নিন এক নজরে,
advertisement
গ্রামোন্নয়নে ২ হাজার কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি
পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে বরাদ্দ ১০,৫৫২ কোটি টাকা
কৃষিতে বরাদ্দ ১,৭২৮ কোটি টাকা
কৃষি বিপণনে বরাদ্দ ২৮৫ কোটি ৩৫ লক্ষ
ক্ষুদ্র শিল্পোদ্যোগীদের পাশে দাঁড়িয়েছে সরকার। কর আদায়ে সেটেলমেন্ট কমিশন বিলোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ক্ষুদ্র শিল্পকে আগামী তিন বছর বাড়তি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী ৷
advertisement
বাজেটের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা,
কর্মসংস্থান তৈরির লক্ষ্য ২২ লক্ষ
১ লক্ষ টাকা করের ক্ষেত্রে টিডিএস ছাড়
উচ্চশিক্ষায় উৎকর্ষ বাড়াতে ২০০ কোটি টাকা
কলেজে ৭৩২ ও স্কুলে ২ হাজার ই-ক্লাসরুম
রাজ্য বাজেটে সামাজিক প্রকল্পে জোর দেওয়া হয়েছে। মোটের উপর জনমুখী এই বাজেটে লক্ষ্য সাধারণ মধ্যবিত্ত।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
জনমুখী বাজেটে লক্ষ্য সাধারণ মধ্যবিত্ত
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement