RAF-এর গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের
Last Updated:
RAF-এর গাড়ির ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যুর অভিযোগ উঠল। মৃত বাইক আরোহীর নাম মঞ্জুর আলম। আহত হয়েছেন আরও এক বাইক আরোহী এবং এক ট্যাক্সি চালক। শুক্রবার মাঝরাতে দুর্ঘটনাটি ঘটেছে হেস্টিংস মোড়ে।
#কলকাতা: RAF-এর গাড়ির ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যুর অভিযোগ উঠল। মৃত বাইক আরোহীর নাম মঞ্জুর আলম। আহত হয়েছেন আরও এক বাইক আরোহী এবং এক ট্যাক্সি চালক। শুক্রবার মাঝরাতে দুর্ঘটনাটি ঘটেছে হেস্টিংস মোড়ে।
মৃত যুবকের বাড়ি মির্জ়া গালিব স্ট্রিটে। তাঁর পরিবারের অভিযোগ, RAF-এর গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে মঞ্জুর আলমের। তবে এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে কলকাতা পুলিশ। পুলিশের দাবি, নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে RAF-এর গাড়িটি একটি ট্যাক্সিকে ধাক্কা মারে। তারপর ট্যাক্সিটি বাইককে ধাক্কা মারে। তাতেই ওই বাইক আরোহীর মৃত্যু হয়। আহত দু’জনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2016 11:09 AM IST