চিড়িয়াখানায় অভিনব ‘হাতসাফাই’, আটক ৪

Last Updated:

বছরের প্রথমদিনে বাচ্চাদের নিয়ে বাবা-মায়েরা হাজির আলিপুর চিড়িয়াখানায় ৷ ছোটরা ছাড়াও অনেকে এসেছেন পিকনিকের জন্য ৷ নতুন বছরের প্রথমদিনে ভিড়ে জমজমাট চিড়িয়াখানা ৷ ছোটদের একের পর এক আবদার হাসি মুখে মেটাচ্ছেন বড়রা ৷ আইসক্রিম, বেলুনের দাম মেটাতে গিয়েই চক্ষু চড়কগাছ ৷ পকেট ফাঁকা, মানিব্যাগ হাওয়া ৷ মহিলাদেরও পার্স থেকে উধাও হয়ে গিয়েছে টাকা ৷

#কলকাতা: বছরের প্রথমদিনে বাচ্চাদের নিয়ে বাবা-মায়েরা হাজির আলিপুর চিড়িয়াখানায় ৷ ছোটরা ছাড়াও অনেকে এসেছেন পিকনিকের জন্য ৷ নতুন বছরের প্রথমদিনে ভিড়ে জমজমাট চিড়িয়াখানা ৷ ছোটদের একের পর এক আবদার হাসি মুখে মেটাচ্ছেন বড়রা ৷ আইসক্রিম, বেলুনের দাম মেটাতে গিয়েই চক্ষু চড়কগাছ ৷ পকেট ফাঁকা, মানিব্যাগ হাওয়া ৷ মহিলাদেরও পার্স থেকে উধাও হয়ে গিয়েছে টাকা ৷
আলিপুর চিড়িয়াখানায় এদিন এরকমই অভিজ্ঞতার সাক্ষী হল একাধিকজনের ৷  কীর্তিটা যে নিপুণ শিল্পী পকেটমারের বুঝতে কারোরই সময় লাগেনি ৷ কিন্তু এত ভিড়ে কে পকেটমার! একটু নজর রাখতেই ধরা পড়ল চোর ৷ আটক করা শিশুকোলে ১ মহিলা-সহ মোট ৩ জনকে ৷  হাতেনাতে ধরা সত্ত্বেও চুরির টাকা উদ্ধার করা যাচ্ছিল না ৷ হাতসাফাই কিভাবে হচ্ছিল তাই ধরতে পারছিল না পুলিশ ৷ শেষে দেহ তল্লাশিতে মেলে রহস্যের সমাধান সূত্র ৷
advertisement
অভিনব পদ্ধতিতে পকেটমারি করছিলেন এই চারজন ৷ পকেটমারির টাকা হাপিস করে মুহূর্তের মধ্যে পাচার হচ্ছিল বাচ্চাটির ডায়পারে ৷ পুলিশের অনুমান, এই চারজন কোনও একটি পকেটমারি চক্রের সদস্য ৷ চক্রের কেন্দ্র দঃ ২৪ পরগনার উস্তি ৷ চক্রের বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
চিড়িয়াখানায় অভিনব ‘হাতসাফাই’, আটক ৪
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement