এয়ার ইন্ডিয়ায় এবার শুধুই ‘ভেজ মিল’

Last Updated:

এবার থেকে কম দুরত্বের এয়ার ইন্ডিয়া ফ্লাইটে পাওয়া যাবে নিরামিষ খাবার ৷ শনিবার এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে ঘোষণা করা হয়, আগামী ১ জানুয়ারি থেকে ৬০-৯০ মিনিটের অন্তর্দেশীয় বিমানে যাত্রীদের শুধুমাত্র ভেজিটেরিয়ান মিলই দেওয়া হবে ৷ শুধুমাত্র ভেজ মিল কেন ? এই সিদ্ধান্তের পিছনে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এক থেকে দেড় ঘণ্টা ব্যাপী ফ্লাইটে ৩০-৪০ মিনিট শুধু খাওয়ার সার্ভ করতেই লেগে যায় বিমানকর্মীদের ৷ তাই সবার ক্ষেত্রে এক খাওয়ার বরাদ্দ থাকলে সময় অনেকটাই বাঁচবে ৷ কারণ সেক্ষেত্রে যাত্রীদের ‘ভেজ’ বা ‘ননভেজ’ বিষয়টি জিজ্ঞেস করার কোনও প্রয়োজন পড়বে না ৷

#নয়াদিল্লি:  এবার থেকে কম দুরত্বের এয়ার ইন্ডিয়া ফ্লাইটে পাওয়া যাবে নিরামিষ খাবার ৷ শনিবার এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে ঘোষণা করা হয়, আগামী ১ জানুয়ারি থেকে ৬০-৯০ মিনিটের অন্তর্দেশীয় বিমানে যাত্রীদের শুধুমাত্র ভেজিটেরিয়ান মিলই দেওয়া হবে ৷ শুধুমাত্র ভেজ মিল কেন ? এই সিদ্ধান্তের পিছনে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এক থেকে দেড় ঘণ্টা ব্যাপী ফ্লাইটে ৩০-৪০ মিনিট শুধু খাওয়ার সার্ভ করতেই লেগে যায় বিমানকর্মীদের ৷ তাই সবার ক্ষেত্রে এক খাওয়ার বরাদ্দ থাকলে সময় অনেকটাই বাঁচবে ৷ কারণ সেক্ষেত্রে যাত্রীদের ‘ভেজ’ বা ‘ননভেজ’ বিষয়টি জিজ্ঞেস করার কোনও প্রয়োজন পড়বে না ৷
মুম্বই-দিল্লি বা মুম্বই-বেঙ্গালুরুর মতো ব্যস্ত রুটে এয়ার ইন্ডিয়ার যাত্রীদের খাওয়ার নিয়ে এর আগে সমস্যায় পড়তে হয়েছিল বলে অভিযোগ উঠেছিল ৷ জৈন এক সাধুকে খাবারে মাংস সার্ভ করার মতো ঘটনাও ঘটেছে এয়ার ইন্ডিয়ায় ৷ তাই বিমানে শুধুমাত্র ‘ভেজ মিল’ সার্ভ করলে আর এই সমস্যা ঘটার সম্ভাবনা থাকবে না বলে মনে করছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ৷ এয়ার ইন্ডিয়ায় সাধারণত ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে ন’টা পর্যন্ত ‘ব্রেকফাস্ট’, সকাল সাড়ে ন’টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ‘হাই টি’, দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ‘লাঞ্চ’, দুপুর তিনটে থেকে সন্ধ্যে সাড়ে ছ’টা পর্যন্ত আবার ‘হাই টি’, সাড়ে ছ’টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ‘সাপার’ এবং রাত ১১টা-র পর যাত্রীদের ডিনার দেওয়া হয়ে থাকে ৷ এবার থেকে কম সময় বা কম দুরত্বের ফ্লাইটে আর ভেজ বা ননভেজ চয়েজটি পাবেন না যাত্রীরা ৷ খেতে হবে নিরামিষ খাওয়ারই ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
এয়ার ইন্ডিয়ায় এবার শুধুই ‘ভেজ মিল’
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement