NEET বাতিল করল রাজ্য
Last Updated:
ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট NEET নয় । চলতি বছরে রাজ্য ভিত্তিক জয়েন্টেই বসতে পারবেন পশ্চিমবঙ্গ-সহ সব রাজ্যের পড়ুয়া। অর্ডিন্যান্স জারি করে দ্বিতীয় পর্যায়ের NEET বাতিল করল রাজ্য। আগামী সোমবারের মধ্যে অর্ডিন্যান্সে রাষ্ট্রপতির সম্মতি মিলতে পারে। তারপরই সরকারিভাবে সেকথা ঘোষণা করা হবে।
#কলকাতা: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট NEET নয় । চলতি বছরে রাজ্য ভিত্তিক জয়েন্টেই বসতে পারবেন পশ্চিমবঙ্গ-সহ সব রাজ্যের পড়ুয়া। অর্ডিন্যান্স জারি করে দ্বিতীয় পর্যায়ের NEET বাতিল করল রাজ্য। আগামী সোমবারের মধ্যে অর্ডিন্যান্সে রাষ্ট্রপতির সম্মতি মিলতে পারে। তারপরই সরকারিভাবে সেকথা ঘোষণা করা হবে।
সূত্রের খবর, জুনের যে কোনও সময়ে জয়েন্টের প্রস্তুতি নিচ্ছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। মেডিক্যাল জয়েন্টে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা বা NEET বাধ্যতামূলক করে রায় দেয় কেন্দ্র। এনিয়ে কেন্দ্রের আবেদনেও কান দেয়নি শীর্ষ আদালত। ১১টি রাজ্যের দাবি মেনে নিয়েই শুক্রবার এই সিদ্ধান্ত নেয় কেন্দ্র।
অর্ডিন্যান্স অনুযায়ী পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যই মেডিক্যাল জয়েন্ট নিতে পারবে। সম্ভবত জুনের তৃতীয় সপ্তাহে পরীক্ষা হতে চলেছে ৷ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সিলেবাসেই পরীক্ষা হবে বলে জানা গিয়েছে ৷ ১ মে’র NEET বাতিল হচ্ছে না। কেউ চাইলে নিয়ম মেনে আগের NEET বাতিল করে রাজ্যের জয়েন্টও বসতে পারেন
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 21, 2016 12:43 PM IST








