শপথ অনুষ্ঠানে এসে ফেডারেল ফ্রন্টের জল্পনা উস্কে দিলেন লালু-ফারুক

Last Updated:

মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানে ফেডারেল ফ্রন্টকে নিয়ে জল্পনা উসকে দিলেন লালু প্রসাদ যাদব । ফেডারেল ফ্রন্টের সম্ভাবনা তৈরি হয়েছিল বিহার ভোটের সময়ই ৷ যখন ভোটের আগে বিহারের মানুষের কাছে মোদিজীর বিজেপির বদলে নীতীশ ও লালুর জোটকে ভোট দেওয়ার আহবান জানিয়ে ট্যুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই শুরু, সেদিনই রাজনৈতিক বিশেষজ্ঞরা ফেডারেল ফ্রন্টে সম্ভাবনার ভবিষ্যৎবাণী করেছিলেন ৷

#কলকাতা: মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানে ফেডারেল ফ্রন্টকে নিয়ে জল্পনা উসকে দিলেন লালু প্রসাদ যাদব । ফেডারেল ফ্রন্টের সম্ভাবনা তৈরি হয়েছিল বিহার ভোটের সময়ই ৷ যখন ভোটের আগে বিহারের মানুষের কাছে মোদিজীর বিজেপির বদলে নীতীশ ও লালুর জোটকে ভোট দেওয়ার আহবান জানিয়ে ট্যুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই শুরু, সেদিনই রাজনৈতিক বিশেষজ্ঞরা ফেডারেল ফ্রন্টে সম্ভাবনার ভবিষ্যৎবাণী করেছিলেন ৷
জোট সম্ভাবনা আরও জোরালো হয় যখন নীতীশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানে নীতীশ-লালুর নিমন্ত্রণ রক্ষায় হাজির হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রকৃতপক্ষে, বিহারে নীতীশ কুমারের শপথগ্রহণেই শুরু হয়েছিল ফেডারেল ফ্রন্টের সলতে পাকানো । এদিন রেড রোডে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে যেন সেই বৃত্ত সম্পূর্ণ হল ৷
এর আগে তৃতীয় বিকল্পের সম্ভাবনায় একমঞ্চে এসেছেন আরজেডি, জেডিইউ, ন্যাশনাল কনফারেন্স, ডিএমকের মতো দল। তবে জোট নিয়ে সরাসরি মুখ খোলেননি। শুক্রবার সেই রাখঢাক রাখেননি তাঁরা। লালু থেকে ফারুক আবদুল্লারা জোট সম্ভাবনার কথা ঘোষণা করেছেন।
advertisement
advertisement
এদিন শপথ অনুষ্ঠানে যোগ দিতে এসে লালুপ্রসাদ যাদব বলেন, ‘ফেডারেল ফ্রন্টের সম্ভাবনা নিশ্চয়ই রয়েছে ৷ বিজেপিকে উৎখাত করতে এই ফ্রন্টের প্রয়োজন ৷ সম-মনোভাবাপন্ন দলগুলি এবার আলোচনায় বসব ৷’ লালুর মন্তব্যে সমর্থন জানিয়েছেন ফারুক আবদুল্লাও ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
শপথ অনুষ্ঠানে এসে ফেডারেল ফ্রন্টের জল্পনা উস্কে দিলেন লালু-ফারুক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement