লেকটাউনে খুনের হুমকি দিয়ে ডাকাতি

Last Updated:

থানার এক কিলোমিটারের মধ্যে ডাকাতি লেকটাউনে। প্রৌঢ়াকে প্রাণে মারার হুমকি দিয়ে লক্ষাধিক টাকার গয়না লুঠ করে পালাল দুষ্কৃতীরা।

#কলকাতা: থানার এক কিলোমিটারের মধ্যে ডাকাতি লেকটাউনে। প্রৌঢ়াকে প্রাণে মারার হুমকি দিয়ে লক্ষাধিক টাকার গয়না লুঠ করে পালাল দুষ্কৃতীরা। লেকটাউনের এ ব্লকের চারতলা বাড়ির পাঁচিল টপকে সদর দরজার শেড দিয়ে দোতলা ওঠে দুষ্কৃতীরা। ঘটনায় পরিচিত কেউ জড়িত বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় পরিবার , প্রতিবেশিরা।
এখনও ভয়ে হাত পা কাঁপছে চিনুরাণী সাহার। অসুস্থ শরীর। হার্ট ও কিডনির অসুখে ভুগছেন। টিভিত দেখা ছবিই যেন বাস্তবে উঠে এসেছিল বুধবার রাতে, তাঁর ঘরে। লেকটাউনের এ ব্লকের পি ১৮০ নম্বর চারতলা বাড়ির দোতলার একটি অংশে একাই খাকেন তিনি। পাশের ঘরে থাকেন তাঁর এক ছেলে। বাকি তিনটি তলায় থাকেন তাঁর আরও তিন ছেলে।
advertisement
বুধবার গভীর রাতে কারও গলার আওয়াজে ঘুম ভেঙে যায় চিনুরাণীর। তাঁর অভিযোগ, ছুরি দিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে তাঁর শরীর থেকে সমস্ত গয়না খুলে নেয় এক দুষ্কৃতী। হাতিয়ে নেয় লক্ষাধিক টাকার কয়েক ভরির গয়নাও। আলমারির চাবিও চায় দুষ্কৃতী। ছেলের কাছে চাবি আছে বলায় চলে যায় সে।
advertisement
এরপর কোনওরকমে ছেলেদের ডাকেন তিনি। খবর দেওয়া হয় লেকটাউন থানায়। যে পথে এবং যেভাবে দুষ্কৃতী ঘরে ঢোকে তা দেখে পুলিশের প্রাথমিক অনুমান, পরিচিত কেউ-ই এই ঘটনায় যুক্ত।
advertisement
দোতলার বারান্দা থেকে আঁকশির সাহায়্যে রাস্তার দিকের জানলা দিয়ে দরজার ছিটকিনি খুলে ভিতরে ঢোকে দুষ্কৃতী। পুলিশের দাবি, ঘরে একজনই ঢোকে। বাকিরা বাইরে নজরদারিতে ছিল। ঘটনায় রীতিমত আতঙ্কে সাহা পরিবার।
ঘরের বিভিন্ন জায়গায় পাওয়া হাতের ছাপের নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ। থানার এক কিলোমিটার দুরত্বে এই ঘটনায় নিরাপত্তা নিয়ে আতঙ্কে এলাকাবাসী।
বাংলা খবর/ খবর/কলকাতা/
লেকটাউনে খুনের হুমকি দিয়ে ডাকাতি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement