৭৫ বছরে সুন্দরের পূজারী খিদিরপুর পল্লী শারদীয়া

Last Updated:

ট্রুথ ইজ বিউটি। বিউটি ইজ ট্রুথ। বাইরের সুন্দরের পূজারি সকলেই। কিন্তু অন্তরের সৌন্দর্যের খবর রাখেন কজন ? যেখানে কোনও আড়াল নেই।

#কলকাতা: ট্রুথ ইজ বিউটি।  বিউটি ইজ ট্রুথ। বাইরের সুন্দরের পূজারি সকলেই। কিন্তু অন্তরের সৌন্দর্যের খবর রাখেন কজন ? যেখানে কোনও আড়াল নেই।  স্বচ্ছ। দিনের আলোর মত পরিস্কার। শিল্পীর দাবি প্রত্যেকের মধ্যেই সেই সুন্দরের বাস। অপেক্ষা শুধু আবিষ্কারের।  পঁচাত্তর বছরের খিদিরপুর পল্লী শারদীয়ায় সত্যম শিবম সুন্দরমের জয়গান।
সকলেই সুন্দর। যে যার নিজের মত করে। কেউ বাইরে। কেউ বা অন্তরে। প্রত্যেকের মধ্যেই রয়েছে সেই সৌন্দর্যের শক্তি। যাকে বলা হচ্ছে মহাজাগতিক পাওয়ার। এর এটাই ট্রুথ। সত্য। যাকে চোখে দেখা যায় না। উপলব্ধি করতে হয়। তবেই অন্তর হয়ে ওঠে সুন্দরতর। সত্যম শিবম সুন্দরম।
দুর্গা এখানে প্রোটাগনিস্ট।  অপার সৌন্দর্যের অধিকারী কিন্তু  অবজেকটিভ নয় ৷ তিনি শুধুই সাবজেক্টিভ।  বেশ কয়েকটি লেয়ার বা পর্দা পেরিয়ে সেই সৌন্দর্যের কাছাকাছি পৌঁছবেন দর্শকরা। ঠিক যেমন করে আরাধনার একাধিক স্তর পেরিয়ে পৌঁছতে হয় আরাধিকার কাছে। সুন্দর-প্রাপ্তির সেই উপলব্ধি আনতে এখন ব্যস্ত শিল্পী।
advertisement
advertisement
চারদিকে সোনা রঙ। আয়না, স্বচ্ছ কাপড়, লোহার স্ট্রাকচার দিয়ে সেজে উঠছে প্রায় ছ হাজার স্কোয়ার ফুট এলাকা। আট থেকে ন ফুট উঁচু র‍্যাম্পে উঠে সুন্দরের মুখোমুখি হবেন দর্শক।
পঁচাত্তরে পা। অভিনবত্ব আনতে চেয়েছিলেন উদ্যোক্তারা।  দু বছর ধরে চলছিল ভাবনা চিন্তা। সত্যম শিবম সুন্দরম এখানে একটা থিম-ই। তবে তা দেখার চেয়ে অনেক বেশি উপলব্ধির। যাকে সেলফি বা ক্যামেরাতে বন্দি করা সম্ভব নয়। সযত্নে রেখে দিতে হয়। অনুভূতিতে। শিল্পীর সঙ্গে উদ্যোক্তাদেরও দাবি, নতুন অভিজ্ঞতা হবে শহরবাসীর।
advertisement
মেটিরিয়াল গুরুত্বহীন। একটা বার্তা দেওয়াই এখানে গুরুত্বপূর্ণ। শরীর ছাড়িয়ে যা মনে আর মস্তিষ্কে পৌঁছয়। তখনই গুরুত্ব বাড়ে কনসেপ্টের। সেই কনসেপ্টেই তৈরি হচ্ছে দুর্গা। ভিতর হোক বা বাহির, সুন্দরের খোঁজ অন্তহীন। সত্যম শিবম সুন্দরমের উপলব্ধি পেতে এবার পুজোয় খিদিরপুর পল্লী শারদীয়া মাস্ট ওয়াচ ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
৭৫ বছরে সুন্দরের পূজারী খিদিরপুর পল্লী শারদীয়া
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement