শনিবার কামদুনিকাণ্ডে সাজা ঘোষণা

Last Updated:

কামদুনি ধর্ষণ মামলায় ছ’জনকে দোষী সাব্যস্ত করেছে নগর দায়রা আদালত। শুক্রবার দুপুর বেলায় দোষীদের ফের একবার আদালতে তোলা হয় । সাজার পরিমাণ নিয়ে চলে শুনানি ৷ কিন্তু এদিনও রায় ঘোষণা হল না ৷ অপেক্ষা বাড়ল আরও একদিন ৷ শনিবার কামদুনি মামলার সাজা ঘোষণা করবে আদালত৷

#কলকাতা: শনিবার কামদুনি মামলার সাজা ঘোষণা। শুক্রবার সাজার মেয়াদ নিয়ে শুনানির চলার সময়ই দোষীদের আইনজীবীদের বক্তব্য লিখিতভাবে জানানোর নির্দেশ দেন বিচারক সঞ্চিতা সরকার। তারপরই বিচারক জানান, শনিবারর বেলা ১১ টায় আবারও এই মামলার শুনানি হবে। সেই শুনানির পরই কামদুনি মামলায় দোষী সাব্যস্তদের সাজা ঘোষণা করবেন বিচারক সঞ্চিতা সরকার।
কামদুনি মামলায় অভিযুক্তদের ন্যূনতম শাস্তির পক্ষে সওয়াল করলেন অভিযুক্তদের আইনজীবীরা। আইন মোতাবেই সাজার মেয়াদ নিয়ে এই শুনানির অনুমতি দিয়েছিলেন বিচারক। শুক্রবার বিচারক সঞ্চিতা সরকারের এজলাসে এই শুনানিতেই উঠে এল অন্য বেশ কয়েকটি মামলার দৃষ্টান্ত। শুক্রবারও আদালতে চমকের উপাদান কম ছিল না। বিকেল ৪ টে পর্যন্ত প্রতিলিপি দেখার সুযোগ দেওয়া হয় দোষীদের আইনজীবীদের। তারপর ফের শুরু হয় শুনানি ৷ কামদুনি গণধর্ষণ ও খুন মামলায় অভিযুক্ত মোট ন’জনের মধ্যে দোষী সাব্যস্ত হলেন ছ’জন অভিযুক্ত ৷ বেকসুর খালাস পেয়েছেন বাকি দুই অভিযুক্ত আর মামলার তদন্ত চলাকালীনই মারা যান অন্য এক অভিযুক্ত ৷ দোষী সাব্যস্ত হয়েছেন সইফুল আলি, আনসার আলি, আমিন আলি, আমিনূর ইসলাম ওরফে ভুট্টো, ইমানুল ইসলাম এবং ভোলা নস্কর ৷ অন্যদিকে, তথ্যপ্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়েছেন নূর আলি এবং রফিকূল ইসলাম গাজি ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শনিবার কামদুনিকাণ্ডে সাজা ঘোষণা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement