যাদবপুরের ঐতিহ্য মেনে FIR নয় কোনও পড়ুয়ার বিরুদ্ধে

Last Updated:

যাদবপুরের ঐতিহ্য মেনেই কোনও পড়ুয়ার বিরুদ্ধে এফআইআর নয়। আলোচনার মাধ্যমেই ফেরানো হবে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিস্থিতি। দেশবিরোধী স্লোগানিংয়ের ঘটনায় আজ আচার্য কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন উপাচার্য সুরঞ্জন দাস। সোমবার এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকের পর আচার্যের হাতে রিপোর্ট তুলে দিতে পারেন তিনি।

#কলকাতা:যাদবপুরের ঐতিহ্য মেনেই কোনও পড়ুয়ার বিরুদ্ধে এফআইআর নয়। আলোচনার মাধ্যমেই ফেরানো হবে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিস্থিতি। দেশবিরোধী স্লোগানিংয়ের ঘটনায় আজ আচার্য কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন উপাচার্য সুরঞ্জন দাস। সোমবার এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকের পর আচার্যের হাতে রিপোর্ট তুলে দিতে পারেন তিনি।
কয়েকদিন ধরেই JNU-র সমর্থনে আন্দোলনে নেমেছে যাদবপুরের পড়ুয়াদের একটা বড় অংশ। সেই আন্দোলনেই দেশবিরোধী স্লোগান দেওয়ায় মাথাচাড়া দিয়েছে একাধিক বিতর্ক। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে, উপাচার্যের থেকে সেই রিপোর্ট চেয়ে পাঠান আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ব্যাখ্যা করতেই শুক্রবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন উপাচার্য সুরঞ্জন দাস। সঙ্গে ছিলেন রেজিস্ট্রার প্রদীপ ঘোষ। সেখানেই উপাচার্য বলেন,যাদবপুর বিশ্ববিদ্যালয় সবসময় বাক-স্বাধীনতা এবং স্বায়ত্তশাসনের পক্ষে।আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান।কয়েকজনের দুর্ভাগ্যজনক স্লোগানিংয়ের জন্য গোটা বিশ্ববিদ্যালয়কে দায়ী করা অনুচিত।পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের পরিপন্থী।
advertisement
এদিন প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা হয় রাজভবনে। রাজভবন সূত্রে খবর, উপাচার্যের হাতেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছেড়েছেন রাজ্যপাল। তবে যাদবপুরে বার বার কেন বিতর্ক মাথাচাড়া দিচ্ছে, উপাচার্যকে সেই বিষয়টিও খতিয়ে দেখতে বলেন কেশরীনাথ ত্রিপাঠী। তখনই বিশ্ববিদ্যালয়ে জেনারেল কনভেনশন ডাকার কথা জানান উপাচার্য।
advertisement
সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকেই বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। তারপর সেদিন সন্ধেয় আচার্যের কাছে রিপোর্ট জমা দিতে পারেন উপাচার্য সুরঞ্জন দাস।
বাংলা খবর/ খবর/কলকাতা/
যাদবপুরের ঐতিহ্য মেনে FIR নয় কোনও পড়ুয়ার বিরুদ্ধে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement