পণ্ডিতিয়াকাণ্ডের তদন্তে লালবাজার, তদন্তভার গেল গোয়েন্দা শাখার হাতে

Last Updated:

ঘটনার দু'দিন পর ঘাতক মার্সেডিজের মালিক চিহ্নিত হলেও এখনও পুলিশের নাগালের বাইরে। কিন্তু কেন? শুধুমাত্র দুর্ঘটনায়

#কলকাতা: ঘটনার দু'দিন পর ঘাতক মার্সেডিজের মালিক চিহ্নিত হলেও এখনও পুলিশের নাগালের বাইরে। কিন্তু কেন? শুধুমাত্র দুর্ঘটনায় একজনের মৃত্যু নিয়ে পণ্ডিতিয়ায় দিনভর তাণ্ডবের পিছনে অন্য ইঙ্গিত যেমন মিলছে। তেমনই গাড়ির মালিকানা নিয়ে টানা ২ দিন পুলিশের ধন্দও জটিলতা বাড়াচ্ছে। আজ ঘটনার তদন্তভার দেওয়া হয় কলকাতা গোয়েন্দা শাখার হাতে ৷
কী কারণে আচমকা অভিজাত আবাসনে ঢুকে এমন বেনজির হামলা? পণ্ডিতিয়া রোডের ঘটনায় এই প্রশ্নই উঠছে। শুধু কি ঘাতক গাড়ির নম্বরের সঙ্গে মিল নাকি, কোনও সিন্ডিকেট ও প্রোমোটারি চক্রের হাত? আবাসন কমিটির সদস্যদের কথাতেও তেমন ইঙ্গিত। রহস্য রয়েছে গাড়িটি নিয়েও।
ঘটনার ২ দিন পর ঘাতক মার্সেডিজের মালিক চিহ্নিত ৷ কিন্তু এখনও গাড়ির মালিক পুলিশের নাগালের বাইরে ৷ এর আগে ঘটনার তদন্ত করছিল FSTP ৷ স্থানীয় থানার ব্যর্থতার জেরেই তদন্তভার কলকাতা পুলিশের গোয়েন্দাদের হাতে ৷ হোমিসাইড শাখার গোয়েন্দারা জামিন অযোগ্য ধারায় অনিচ্ছাকৃত খুন ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর মামলা রুজু করেছে ৷ আবাসনে ঢুকে গাড়ি ভাঙচুরের ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে লেক থানা ৷ হাজরা মোড় অবরোধের ঘটনায় আরও ৫ জনকে গ্রেফতার করেছে কালীঘাট থানা ৷
advertisement
advertisement
কীভাবে দুর্ঘটনা তা জানতে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে, সোমবারও থমথমে হাজরা রোডের পণ্ডিতিয়া এলাকা। চলছে পুলিশি টহল। আবাসনে ঢুকে গাড়ি ভাঙচুর ও অবরোধের ঘটনায় ধৃতদের সোমবার আলিপুর আদালতে তোলা হয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পণ্ডিতিয়াকাণ্ডের তদন্তে লালবাজার, তদন্তভার গেল গোয়েন্দা শাখার হাতে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement