স্যাটারডে নাইটের অপেক্ষায় বাগান
Last Updated:
এই নিয়ে ১৯বার ফেড কাপ ফাইনালে মোহনবাগান। ১৪বারের জন্য ফেড কাপ ঘরে আনতে মুখিয়ে সনি নর্ডি, কর্নেল গ্লেনরা। মরশুমের শেষ ট্রফিতে বাগানকে তাতাতে গুয়াহাটিতে হাজির বাগান কর্তাও।
#কলকাতা: ভারতসেরা মোহনবাগান। ১৩ বছর অপেক্ষার পর আই লিগ জয়ে এই বিশাল ব্যানারেই ঢেকে ছিল বাগান। এবার আই লিগ আসেনি। তবে ভারতসেরা হওয়ার সুযোগ ফের তৈরি হয়েছে। হাতছানি ফেড কাপের।
ছ’বছর পর ফের ফেডারেশন কাপ জয়ের সুযোগ মোহনবাগানের সামনে। ফেড ফাইনালে বেঙ্গালুরু বা ইস্টবেঙ্গলের মত শক্তিশালী দল প্রতিপক্ষে নেই। বাগানও পূর্ণশক্তির। আই লিগের পর ফেড কাপ জেতারও হাতছানি বাগান কোচের।
২০১০ সালের পর এবার আবার। শেষ কয়েক মরশুম ফেড কাপের গ্রুপপর্যায় থেকেই ছিটকে যায় মোহন বাগান। সঞ্জয় সেনের হাত ধরে ফাইনালে উঠে স্যাটারডে নাইটে ফের বাঙালি উন্মাদনা আরও একবার অপেক্ষা।
advertisement
advertisement
আই লিগ হাতছাড়া হওয়ার জন্য একাধিক ফ্যাক্টর কাজ করেছিল। সঞ্জয় সেন থেকে শঙ্করলালের নির্বাসন। সনি নর্ডির না থাকা। জেজের পেনাল্টি নষ্ট। এসবের মাঝেই মাঠের বাইরে সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল মোহন কর্তাদের অনুপস্থিতি।
ডার্বি কিংবা শেষ কয়েকটি ম্যাচে হাজির থাকেননি বাগানের কোনও শীর্ষকর্তা। ফলে, সঞ্জয়হীন দলকে তাতানোর কেউই ছিলেন না। এবার আর সেই ভুল করেনি বাগান। গুয়াহাটিতে উড়ে গিয়েছেন সৃঞ্জয় বসু। মাঠে পেপটকও দিয়েছেন। আই লিগে বেঙ্গালুরু থেকে তিনিই ড্রেসিংরুমে চার্জড আপ করেছিলেন নর্ডিদের। এবার গুয়াহাটিতেও নিঃশব্দে সেই কাজ করতে চান তিনি।
advertisement
আনলাকি থারটিন-কে পাল্টে দিয়ে এবার ১৪ বারের জন্য ফেডারেশন কাপ ঘরে আনার অপেক্ষায় মোহনবাগান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 20, 2016 6:45 PM IST