ডিফেন্স নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল কোচ
Last Updated:
একটাও গোল খাওয়া চলবে না। লিগ শুরুর আগে গোটা ইস্টবেঙ্গলকে বার্তা কোচ ট্রেভর জেমস মর্গ্যানের।
#কলকাতা: একটাও গোল খাওয়া চলবে না। লিগ শুরুর আগে গোটা ইস্টবেঙ্গলকে বার্তা কোচ ট্রেভর জেমস মর্গ্যানের। আগামী ৪ অগাস্ট প্রথম বড় ক্লাব হিসেবে এবারের লিগের অভিযান শুরু করছে লাল-হলুদ।
কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ শুরু হতে এখনও বেশ কয়েকদিন বাকি। তার আগে গোটা ইস্টবেঙ্গলকে এক নতুন মোড়কে মুড়ে ফেলতে চাইছেন ব্রিটিশ কোচ ট্রেভর জেমস মর্গ্যান।
এই ক’দিন হাওড়া স্টেডিয়ামে দলকে পুরো মাত্রায় অনুশীলন করিয়ে কন্ডিশনে এনেছেন। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স নিয়েও খুশি তিনি। তবে এই প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে ডিফেন্স নিয়ে খানিকটা চিন্তায় রয়েছেন মর্গ্যান । জুনিয়র দলের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতলেও সেই ম্যাচে গোল খেয়েছে ইস্টবেঙ্গল। এমনকী, জর্জের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দু’টি গোল হজম করতে হয়েছে। তাই কলকাতা লিগে মাঠে নামার আগে ফুটবলারদের বার্তা একটা গোলও খাওয়া চলবে না। ৪ অগাস্ট লিগ শুরু করবে তারা। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভবানীপুর। ওই ম্যাচে জেতা ছাড়া আর কিছুই ভাবছে না লাল-হলুদ ব্রিগেড ৷ পারফরম্যান্সের দিক থেকে গত বছর থেকেই বেশ পিছিয়ে পড়েছে ইস্টবেঙ্গল ৷ কলকাতা লিগটা তাই দুর্দান্তভাবেই শুরু করতে চায় ট্রেভর জেমস মর্গ্যানের দল ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 25, 2016 5:37 PM IST