#কলকাতা: রাহুল মহাজনের সঙ্গে বিয়ে তাঁর অনেকদিন আগেই ভেঙে গিয়েছিল ৷ কিন্তু খুব বেশিদিন ‘সিঙ্গল’ থাকতে পারলেন না ডিম্পি গঙ্গোপাধ্যায় ৷ দুবাইয়ের ব্যবসায়ী রোহিত রায়ের সঙ্গে বিয়েটা সেরেই ফেললেন তিনি ৷ আর সিঙ্গল থাকবেনই বা কেন , জীবনে সুখ ফিরে পাওয়ার ‘সেকেন্ড চান্স’ সবারই প্রাপ্য ৷ ডিম্পির বিয়ের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন তাঁর ফ্যাশন ডিজাইনার বন্ধু ইন্দ্রনীল মুখোপাধ্যায় ৷ কিছুদিন আগেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের দ্বিতীয় বিয়ের খবর আগাম জানিয়েছিলেন এই বঙ্গ তনয়া ৷ পোস্ট করেছিলেন রোহিতের দেওয়া হিরের এনগেজমেন্ট রিং-এর ছবিও ৷ চার বছর আগে প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী রাহুল মহাজনকে একটি রিয়্যালিটি শো-র পর বিয়ে করেছিলেন ডিম্পি। এর পর রাহুলের বিরুদ্ধে তিনি পারিবারিক হিংসার অভিযোগ এনেছিলেন। বিবাহবিচ্ছেদের পর অবশেষে নিজের সেকেন্ড ইনিংস শুরু করলেন ডিম্পি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dimpy Ganguly, Indroneel Mukherjee, Rohit Roy, Wedding