প্রমোটার চক্রের বলি, ফের শহরে প্রৌঢ়ার অস্বাভাবিক মৃত্যু
Last Updated:
সোমবার ফের শহরে প্রৌঢ়ার দেহ উদ্ধার ৷ মৃতার নাম সুনন্দা গঙ্গোপাধ্যায় ৷ বাড়ির মধ্যে নালা থেকে উদ্ধার করা হয় প্রৌঢ়ার দেহ ৷
#কলকাতা: সোমবার ফের শহরে প্রৌঢ়ার দেহ উদ্ধার ৷ মৃতার নাম সুনন্দা গঙ্গোপাধ্যায় ৷ বাড়ির মধ্যে নালা থেকে উদ্ধার করা হয় প্রৌঢ়ার দেহ ৷
জানা গিয়েছে, ৫০ বছর ধরে ওই বাড়িতে থাকতেন প্রৌঢ়া ৷ গৃহশিক্ষকতা করতেন তিনি ৷
ডিভোর্স হওয়ার পর থেকে একাই থাকতেন প্রৌঢ়া ৷ খুনের ঘটনায় এক প্রোমাটারের যোগ রয়েছে বলে সন্দেহ স্থানীয়দের ৷ প্রোমোটারের নাম হিমাংশু শাহ ৷
advertisement
সূত্রের খবর, ওই প্রোমোটার ২ বছর আগে প্রৌঢ়াকে অপহরণ করে ৷ অপহরণ করে পাগলাগারদে রাখে প্রোমোটার ৷ পরে স্থানীয়রা প্রৌঢ়াকে উদ্ধার করে বাড়িতে আনেন ৷
advertisement
বারবার থানায় অভিযোগ দায়ের করেছিলেন প্রৌঢ়া ৷ তবে ঘটনায় কোনও ব্যবস্থা নেয়নি ভবানীপুর থানা ৷
প্রোমোটার প্রৌঢ়াকে বাড়ি ছাড়তে বলেছিল ৷ বাড়ি না ছাড়ায় বচসা হয় ৷
গতকাল দুপুর থেকে প্রৌঢ়ার খোঁজ মেলেনি ৷ সকালে বাড়ির মধ্যে নালা থেকে উদ্ধার প্রৌঢ়ার দেহ ৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ডিসি সাউথ মুরলিধর ৷ তদন্তের জন্য আনা হয়েছেডগ স্কোয়াড ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 06, 2016 11:45 AM IST