PAC পদ নিয়ে মানস-অধীর স্নায়ুযুদ্ধ অব্যাহত

Last Updated:

মানস ভুঁইঞার সঙ্গে প্রদেশ কংগ্রেসের স্নায়ুর লড়াই অব্যাহত। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ ছাড়বেন না মানস।

#কলকাতা: মানস ভুঁইঞার সঙ্গে প্রদেশ কংগ্রেসের স্নায়ুর লড়াই অব্যাহত। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ ছাড়বেন না মানস। হাইকম্যান্ডের সঙ্গে কথা বলে বার বার সবংয়ের বিধায়ককে হুঁশিয়ারি দিচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
নিজের অবস্থানে অনড় মানস আগেই বলেছেন, দশ জনপথ থেকে ডাক এলে তবেই তিনি যাবেন। অধীরের কটাক্ষ, সোনিয়া ও রাহুল গান্ধি কাউকে ডাকেন না। মানস এটা ভালোই জানেন।
PAC ইস্যুতে মানস বলেন, ‘AICC ডেকে পাঠালে নিশ্চই যাব৷’ মানসের বক্তব্যের পাল্টা প্রদেশ কংগ্রস সভাপতি বলেন, ‘সঙ্গত কারণ ছাড়া দিল্লি ডেকে পাঠায় না ৷ প্রয়োজনে রাজ্য কংগ্রেস নেতৃত্বকে দিল্লি যেতে হয়৷ রাহুল-সোনিয়ার সঙ্গে দেখা করতে হয় ৷ এটা মানসের চেয়ে ভালো কেউ জানেন না ৷’
advertisement
advertisement
১৮ জুলাই থেকে সংসদের অধিবেশন শুরু হচ্ছে। সাংসদ অধীরের সঙ্গে দিল্লিতে রোজই দেখা হবে সোনিয়া-রাহুলের। তাঁদের কাছ থেকে চূড়ান্ত সম্মতি নিয়ে মানসকে সাসপেন্ড করার পদক্ষেপ করা হতে পারে।
এদিন অধীর চৌধুরী আবারও বলেন, ‘সূর্যকান্তের দাবি মেনেই PAC -এর পদ প্রস্তাব করা হয় ৷ জোট স্বার্থেই পদ ছাড়তে প্রস্তুত ছিল কংগ্রেস ৷’ অন্যদিকে,
advertisement
শনিবার সাংবাদিক সম্মেলন করে সুজন চক্রবর্তী জানান, ‘বামেদের তরফে কোনও পদ দাবি নয় ৷ ’
কংগ্রেসের রাজ্য নেতাদের মতে, মানস ভুঁইঞাকে দল সাসপেন্ড করলে তিনি পিএসি-র চেয়ারম্যান থাকার নৈতিক অধিকার হারাবেন। তখন বিধানসভার অধ্যক্ষকে চিঠি লিখতে পারে প্রদেশ নেতৃত্ব। কংগ্রেসের অন্য বিধায়ককে পিএসি-র চেয়ারম্যান করার জন্য তাঁর উপর চাপ তৈরি করাই এর লক্ষ্য। আপাতত সে লক্ষ্যেই এগোচ্ছেন অধীর-মান্নানরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
PAC পদ নিয়ে মানস-অধীর স্নায়ুযুদ্ধ অব্যাহত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement