এবার পুরমন্ত্রীর বাড়ির পাশেই ডেঙ্গির থাবা

এবার পুরমন্ত্রীর বাড়ির পাশেই ডেঙ্গির থাবা।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: এবার পুরমন্ত্রীর বাড়ির পাশেই ডেঙ্গির থাবা। চেতলা সেন্ট্রাল রোড এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত অষ্টম শ্রেণির এক ছাত্রী। জ্বরে আক্রান্ত এলাকার একাধিক বাসিন্দা। ডেঙ্গি আক্রান্তের বাড়িতেই মিলেছে ডেঙ্গির জীবাণুবাহী মশার লার্ভা।

    বাড়ির পাশে পরিত্যক্ত জমির গাছা থেকেই মশার উপদ্রব বলে অভিযোগ বাসিন্দাদের। জমি মালিককে আগে নোটিস দিয়ে দায়িত্ব সারলেও, আজ অতীন ঘোষের নির্দেশে তালা ভেঙে মশা মারার কাজ শুরু করলেন পুরকর্মীরা।

    বৃহস্পতিবার ৯ নম্বর বরো পরিদর্শনে যান মেয়র পারিষদ স্বাস্থ্য, অতীন ঘোষ। প্রথমেই গন্তব্য ৮২ নম্বর ওয়ার্ড। চেতলা সেন্ট্রাল রোডে পুরমন্ত্রীর বাড়ির পাশেই খোঁজ মেলে ডেঙ্গি আক্রান্ত এক কিশোরীর।

    জ্বরে আক্রান্ত পরিবারের আরও কয়েকজন সদস্য ও বেশ কিছু এলাকাবাসী। এই বাড়িতেই খোঁজ মিলেছে ডেঙ্গিবাহী মশার লার্ভা ।বাড়ির পাশেই একটি পরিত্যক্ত জমির আগাছা জঙ্গল থেকেই মশার উৎপাত। অতীনের কাছে অভিযোগ ডেঙ্গি আক্রান্ত ছাত্রীর পরিবারের।

    জমিমালিককে আগেই নোটিস দেয় পুরসভা। তালাবন্ধ পাঁচিলঘেরা জমির জঙ্গলে আগে ঢুকতে পারেননি পুরকর্মীরা। বৃহস্পতিবার অতীনের নির্দেশে তালা ভেঙে মশা মারার কাজ শুরু করেন তাঁরা।

    ৯ নম্বর বরো অফিস পরিদর্শনে কোথাও মশার লার্ভা মেলেনি। তবে অফিস চত্ত্বরে পুরসভার পরিত্যক্ত জিনিস পড়ে থাকতে দেখে একজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে অবিলম্বে তা সরানোর নির্দেশ দেন অতীন ঘোষ।

    ম্যালেরিয়া ডেঙ্গির প্রকোপে আগেই পুরকর্মীদের একাংশের ছুটি বাতিল হয়েছে। বৃহস্পতিবার জন্মাষ্টমীর ছুটির দিন কর্মীদের হাজিরা দেখতে ৭১,৭৩,৭৪ ও ৮২ নম্বর ওয়ার্ডের হেল্থ ইউনিটেও ঢুঁ মারেন মেয়র পারিষদ।

    First published:

    Tags: 13 youths die in devastating bar fire, Chetla dengue, Dengue, Dengue Affected Area, Kolkata corporation on dengue