#কলকাতা: বিতর্ক যেন কলকাতা লিগের পিছু ছাড়ছে না। পরিত্যক্ত হয়ে যাওয়া মোহনবাগান বনাম টালিগঞ্জ ম্যাচ ১৫ সেপ্টেম্বর রিপ্লে দিয়েছিল আইএফএ। কিন্তু টালি কর্তারা আইএফএকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন তাঁরা মোহনবাগান মাঠে কোনও ম্যাচ খেলবেন না। মূলত নিরাপত্তার কারণেই মোহনবাগান মাঠে খেলতে ম্যাচ খেলতে নারাজ টালিগঞ্জ কর্তারা। একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে অন্য কোনও ভেন্যুতে ম্যাচ হলে তাঁরা খেলতে রাজি। সবমিলিয়ে সমস্যা বেশ জটিল আকার ধারন করেছে।
এদিকে বাংলাদেশ সফর থেকে নাম তুলে নিল ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান ও ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। নিরাপত্তার কারণ দেখিয়ে অনেকদিন ধরেই বাংলাদেশ সফর নিয়ে টালবাহানা চলছিল। শেষ পর্যন্ত বাংলাদেশের নিরাপত্তা খতিয়ে দেখে এই সিরিজ খেলতে সম্মত হয় ইংল্যান্ড। কিন্তু বেঁকে বসেন কয়েকজন ক্রিকেটার। ভাবা হয়েছিল শেষ পর্যন্ত তাঁরা যেতে রাজি হবেন। কিন্তু তেমনটা হল না। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড রবিবার জানিয়ে দিল বাংলাদেশ সফরে এই দুই প্লেয়ারকে পাচ্ছে না ইংল্যান্ড। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সিরিজ। দুটো টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলা হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CFL, Kolkata Football League, Mohun Bagan, Mohun Bagan Ground, Tollygunge Agragami