ফের প্রশ্ন পত্র বিভ্রাট কলকাতা বিশ্ববিদ্যালয়ে, বাতিল পরীক্ষা
Last Updated:
ফের প্রশ্নপত্র বিভ্রাট ৷ এবার প্রশ্ন নিয়ে সমস্যা কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনার্স পরীক্ষায় ৷
#কলকাতা: ফের প্রশ্নপত্র বিভ্রাট ৷ এবার প্রশ্ন নিয়ে সমস্যা কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনার্স পরীক্ষায় ৷ প্রশ্ন বিভ্রাটে বাতিল হয়ে গেল পার্ট টু-এর রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয়ার্ধের পরীক্ষা ৷
সূচি অনুযায়ী বৃহস্পতিবার ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের প্রথমার্ধের পরীক্ষা চলাকালীন দ্বিতীয়ার্ধের প্রশ্ন পত্র দেওয়া হয় পরীক্ষার্থীদের ৷ পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র বিতরণের পর দেখা যায় সেটি ৷ ৷ ভুল প্রশ্নপত্র দেখে পড়ুয়াদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ প্রতিবাদে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে পড়ুয়ারার বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ে থাকাকালীনই বিক্ষোভ দেখায় পরীক্ষার্থীরা ৷ কেউ কেউ আশঙ্কিত হয়ে পড়েন ভুল সিলেবাস পড়ে এসেছেন কিনা, কেউ আবার পরীক্ষা হলে একী মস্করা ভেবে রেগে যান ৷
advertisement
প্রশ্ন বিভ্রাটের খবর পেয়ে পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক ৷ তিনি জানিয়েছেন, কেমনভাবে এই ভুল হল তা খতিয়ে দেখা হবে ৷ ভুল প্রশ্ন বিতরণ করায় পরীক্ষা বাতিল করল বিশ্ববিদ্যালয় ৷ পরবর্তী পরীক্ষার দিন দ্রুত জানানো হবে বলে আশ্বস্ত করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 08, 2017 2:56 PM IST