বাংলা পেল নতুন লিগ চ্যাম্পিয়ন
Last Updated:
ইতিহাস সৃষ্টি ভবানীপুর ক্লাবের ! ইস্টবেঙ্গলকে ১৪৩ রানে হারিয়ে প্রথমবার সিএবি লিগ জিতল ভবনীপুর।
#কলকাতা: ইতিহাস সৃষ্টি ভবানীপুর ক্লাবের ! ইস্টবেঙ্গলকে ১৪৩ রানে হারিয়ে প্রথমবার সিএবি লিগ জিতল ভবনীপুর। দু’দিনের ম্যাচে অরিত্র চট্টোপাধ্যায় এবং রবিকান্ত সিংয়ের দাপটে গুটিয়ে গেল ইস্টবেঙ্গল। ৬৬ রান দিয়ে পাঁচ উইকেট নেন অরিত্র এবং ১৪ রান দিয়ে চার উইকেট রবিকান্তের। ইস্টবেঙ্গলের হয়ে ৬০ রান করেন ঋতম পোড়েল। সল্টলেকে যাদবপুর ক্যাম্পাসের মাঠে প্রথমে দিন ব্যাট করে ৩৩৬ রান বোর্ডে তোলে ভবানীপুর। জবাবে রান তাড়া করতে নেমে ৬৫.২ ওভারে মাত্র ১৯৩ রানেই শেষ হয়ে যায় ইস্টবেঙ্গলের ইনিংস ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 13, 2016 6:43 PM IST