ট্রাফিক পুলিশের সার্জেন্টদের দেওয়া হল বডি ক্যামেরা
Last Updated:
ট্রাফিক পুলিশের ফাইন বিতর্ক এড়াতে নতুন পদক্ষেপ নিল লালবাজার ৷ এবার থেকে সার্জেন্টদের দেওয়া হল বডি ক্যামেরা ৷ এই মুহূর্তে ৪টি ট্রাফিক গার্ডের ৮ সার্জেন্টকে বডি ক্যামেরা দেওয়া হল ৷ তারা হল জোড়াবাগান, পার্ক সার্কাস, হেড কোয়ার্টার সাউথ ট্রাফিক গার্ডের সার্জেন্ট ৷ প্রত্যেকটি ক্যামেরায় ৩২ জিবি তথ্য রেকর্ড করা যাবে বলে জানা গিয়েছে ৷ লালবাজারের কর্তারা ক্যামেরায় রেকর্ড তথ্যগুলি দেখবেন ৷ আপাতত পরীক্ষামূলকভাবে চলবে এই প্রক্রিয়া ৷
#কলকাতা: ট্রাফিক পুলিশের ফাইন বিতর্ক এড়াতে নতুন পদক্ষেপ নিল লালবাজার ৷ এবার থেকে সার্জেন্টদের দেওয়া হল বডি ক্যামেরা ৷ এই মুহূর্তে ৪টি ট্রাফিক গার্ডের ৮ জন সার্জেন্টকে বডি ক্যামেরা দেওয়া হল ৷ তারা হল জোড়াবাগান, পার্ক সার্কাস, হেড কোয়ার্টার, সাউথ ট্রাফিক গার্ডের সার্জেন্ট ৷ প্রত্যেকটি ক্যামেরায় ৩২ জিবি তথ্য রেকর্ড করা যাবে বলে জানা গিয়েছে ৷ লালবাজারের কর্তারা ক্যামেরায় রেকর্ড তথ্যগুলি দেখবেন ৷ আপাতত পরীক্ষামূলকভাবে চলবে এই প্রক্রিয়া ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 09, 2016 12:55 PM IST